অর্জুন-পুত্রের গাড়িতে হামলার অভিযোগ

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী পবন সিংহের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক অর্জুন সিংহের পুত্র পবন ব্যারাকপুরে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১০:২৯
Share:

মনোনয়ন জমা দিয়ে রাজনীতিতে পা পবনের। নিজস্ব চিত্র

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী পবন সিংহের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক অর্জুন সিংহের পুত্র পবন ব্যারাকপুরে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। ফেরার পথে তাঁর গাড়িতে ভাঙচুর হয় বলে অভিযোগ। তবে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

এ দিন প্রথম মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। তিনি বেরিয়ে যাওয়ার পরে পবন মনোনয়নপত্র জমা দিতে যান। তখনও বেশ কিছু তৃণমূল সমর্থক মহকুমাশাসকের অফিসের বাইরে রাস্তার ধারে দাড়িয়ে ছিলেন। পবনের অভিযোগ মহকুমাশাসকের অফিস থেকে বেরিয়ে তাঁরা চিড়িয়া মোড়ের দিকে যাচ্ছিলেন। ওই গাড়িতে তাঁর দুই দিদি এবং ভাগ্নে ছিলেন। চিড়িয়া মোড়ের কাছে যাওয়ামাত্র তৃণমূল সমর্থকেরা তাঁদের গাড়ির উপরে চড়াও হয় বলে অভিযোগ। ভাঙা হয় গাড়ির পিছনের কাচ। তাঁদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ।

তবে তৃণমূল নেতৃত্ব বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, ‘‘আমাদের দলের লোকেরা কেন এই কাজ করতে যাবে। প্রার্থী নিয়ে বিজেপির লোকেরাই চরম ক্ষুব্ধ। তাঁরাই ওই কাজ করেছেন। এখন নিজেদের দোষ ওরা আমাদের ঘাড়ে চাপাতে চাইছে।’’ অর্জুন বলেন, ‘‘ছেলের গাড়ির উপরে যে হামলা হতে পারে, তা আমি ধারণা করেছিলাম। সে জন্য মহকুমাশাসককে আমি আগে থেকেই নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ করেছিলাম। তারপরেও পুলিশের সামনে এই ঘটনা ঘটল।’’

Advertisement

তৃণমূলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘‘তৃণমূল আমাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করছে, আর প্রার্থীর গাড়িতে হামলা করছে। নেহাত আজ আমি ছিলাম না। তা না হলে দেখিয়ে দিতাম, সন্ত্রাস কাকে বলে।’’

অর্জুনের অভিযোগ প্রসঙ্গে ব্যারাকপুরের মহকুমাশাসক আবুল কালাম আজাদ ইসলাম বলেন, ‘‘আমার অফিস চত্বরে ১৪৪ ধারা জারি রয়েছে। এখানে কোনও ঘটনা ঘটেনি। ঘটে থাকলে তা বাইরে ঘটেছে।’’ ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (জোন ১) কে কান্নন বলেন, ‘‘একটা অভিযোগ থানায় জমা পড়েছে। তদন্ত শুরু হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement