প্রতীকী ছবি।
বনগাঁ ব্লকের চৌবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করল বিজেপি। পঞ্চায়েতটি সিপিএমের দখলে ছিল।
সোমবার বনগাঁ মহকুমার ধর্মপুর ২ ও কোনিয়াড়া, ২ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করেছিল বিজেপি। মঙ্গলবার চৌবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। সেখানে প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির নমিতা রায় ঘরামি, উপ প্রধান মাধবী রায়।
পঞ্চায়েত ভোটে ওই পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ৮টি পায় বিজেপি, ৭টি পায় তৃণমূল। ভোটের ফল বের হওয়ার পর থেকে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছিল। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতৃত্ব চেষ্টা করেছিল, বিজেপির একজন সদস্যকে নিজেদের নিয়ে আসতে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তৃণমূল অবশ্য এ কথা মানেনি।
বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি রামপদ দাস বলেন, ‘‘আমাদের সদস্যদের নানা ভাবে চাপ দেওয়া হচ্ছিল। সদস্যদের তাই হাওড়ায় নিয়ে গিয়ে রাখা হয়েছিল। সোমবার তাঁরা এলাকায় ফিরে এসে আমার বাড়িতে ছিলেন।’’
মহকুমাতে এ বার বিজেপি ভোটে চারটি পঞ্চায়েতে জয়ী হয়েছিল। তার মধ্যে তিনটিতে তারা ক্ষমতা দখল করল। বাকি আছে সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। আজ, বুধবার সেখানে বোর্ড গঠন হওয়ার কথা।
অন্য দিকে, বামেদের সমর্থন নিয়ে বাসন্তী ব্লকে একটি পঞ্চায়েত দখল করল বিজেপি। উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৪টি আসনের মধ্যে বিজেপি ৬টি আসন পেয়েছিল। তৃণমূল জেতে ৫টিতে। নির্দল, আরএসপি এবং সিপিএম ১টি করে আসন পেয়েছিল। সোমবার ওই পঞ্চায়েতে বোর্ড গঠন ছিল। সিপিএম ও আরএসপির সমর্থন নিয়ে বোর্ড গঠন করে বিজেপি। প্রধান হয়েছেন নমিতা সর্দার। উপপ্রধান আরএসপির সামসুদ্দিন শেখ।