নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ধৃত পুলকার চালক বিমল চট্টোপাধ্যায়ের ১৪ দিনের জেল হাজত হল। মঙ্গলবার হাওড়া আদালতে তাঁকে হাজির করানো হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিমল আগে হাওড়া-ডোমজুড় রুটে বাস চালাতেন। বছর কয়েক ধরে তিনি পুলকার চালাচ্ছেন। ওই পুলকার বিভিন্ন স্কুলে তিনি ভাড়ায় দেন। মাকড়দহের একটি বেসরকারি স্কুলে তাঁর গাড়ি চলে। বাড়ি ফেরার জন্য সোমবার ওই স্কুলের ছাত্রীরা তাঁর পুলকারে ওঠে। একে একে সব ছাত্রী যে যার বাড়িতে নেমে যায়। অভিযোগ, শুধুমাত্র চতুর্থ শ্রেণির ওই ছাত্রীটিকে ঘুরতে নিয়ে যাবেন বলে পুলকারে করেই হাওড়া-আমতা রেলপথের ডাঁসি স্টেশনের কাছে নিয়ে যান বিমল। ওই জায়গাটি বেশ নির্জন। সেখানেই বিমল ওই ছাত্রীটিকে তাঁর মোবাইলে অশ্লীল ছবি দেখান এবং শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ছাত্রীটি কান্নাকাটি শুরু করলে তাকে বাড়ির কাছে ছেড়ে চলে যান ওই পুলকার চালক। সোমবার ওই ছাত্রীর প্রতিবেশীরা বিমলের বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। এরপরেই বিমলকে গ্রেফতার করা হয়।