কলেজের সভাপতির বিরুদ্ধে তছরুপের নালিশ

কলেজের টাকা নয়ছয় করার অভিযোগ উঠল তৃণমূলের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে। সোমবার বিকেলে যদুপতি দাস নামে ওই সভাপতির পদত্যাগের দাবিতে বাসন্তীর সুকান্ত কলেজে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ক্যানিং শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০১:৩২
Share:

তখন চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

কলেজের টাকা নয়ছয় করার অভিযোগ উঠল তৃণমূলের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে। সোমবার বিকেলে যদুপতি দাস নামে ওই সভাপতির পদত্যাগের দাবিতে বাসন্তীর সুকান্ত কলেজে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। প্রায় ২ ঘণ্টা শিক্ষকদের ঘেরাও করে রাখা হয়। পরে অধ্যক্ষের অনুরোধে বিক্ষোভ বন্ধ হয়।

Advertisement

ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজের পরিচালন সমিতির সভাপতি যদুপতিবাবু গত এক মাসে কলেজের ফান্ড থেকে প্রায় ৪০ হাজার টাকা তুলেছেন। শুধু তাই নয়, কলেজে আসার জন্য সভাপতি ২৬০০ টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আসতেন। সেই টাকাও কলেজ থেকে নিতেন। পরিচালন সমিতির বৈঠকে যোগ দিতে কলেজ থেকে ৭০০ টাকা করে তিনি নিয়েছেন বলে অভিযোগ। এর প্রতিবাদেই এ দিন ওই কলেজের ছাত্রছাত্রীরা অধ্যক্ষ, শিক্ষকদের আটকে গেটে তালা লাগিয়ে দেন।

কলেজ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি নির্বাচিত হন যদুপতিবাবু। এর আগে ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন লোকমান মোল্লা। তিনি কলেজের উন্নতির জন্য প্রায় ২ কোটি ৭৬ লক্ষ টাকা জোগাড় করেছিলেন। কিন্তু সেই টাকা আর খরচ হয়নি। পরে ব্যাঙ্কে ওই টাকা বেড়ে হয় ৩ কোটি ১৭ লক্ষ। শাসকদলের চাপে সম্প্রতি ওই কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন লোকমান। পড়ুয়াদের অভিযোগ, এরপর থেকেই যদুপতিবাবু কলেজের টাকা তছরুপ করেন।

Advertisement

অধ্যক্ষ প্রদীপকুমার দে বলেন, ‘‘সভাপতি কলেজের একটি বৈঠকে এসেছিলেন। তখন তাঁর গাড়ি ভাড়ার টাকাটা কলেজ থেকে দেওয়া হয়েছিল। সেই নিয়ে ছাত্ররা বিক্ষোভ দেখিয়েছে।’’

ছাত্র আলাউদ্দিন সাঁফুই বলেন, ‘‘এমন একজন সভাপতি চাই যিনি কলেজের উন্নয়নের কথা ভাববেন। সে কারণে আমরা সভাপতির পদত্যাগ চাই। যদি সভাপতি অবিলম্বে পদত্যাগ না করেন তা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’’

যদুপতিবাবু অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘‘আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’’ সভাপতি কোনও ভাবেই নিজের খুশি মতো কলেজের টাকা খরচ করতে পারে না বলে তিনি জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement