মারপিটের অভিযোগে ধৃত তৃণমূল নেতা

সাইকেল নিয়ে যেতে গিয়ে সামান্য ধাক্কা লেগেছিল এক যুবকের গায়ে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ক্যানিঙের ইটখোলা গ্রামের রেদোখালিতে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষই থানায় অভিযোগ করেছে। এই ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি মঙ্গল সর্দারকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

 ক্যানিং শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩২
Share:

সাইকেল নিয়ে যেতে গিয়ে সামান্য ধাক্কা লেগেছিল এক যুবকের গায়ে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ক্যানিঙের ইটখোলা গ্রামের রেদোখালিতে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষই থানায় অভিযোগ করেছে। এই ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি মঙ্গল সর্দারকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার মঙ্গলের ভাগ্নে গৌর নস্কর সাইকেল নিয়ে যাওয়ার সময় ধাক্কা দেয় রঞ্জন পৈলান নামে একজনকে। এ নিয়ে তাদের মধ্যে বচসা বাধে। সোমবার বিষয়টি মেটানোর জন্য পঞ্চায়েত সদস্য তৃণমূলের সুষমা মণ্ডল একটি সভা বসান। অভিযোগ, ওই বৈঠকের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় মঙ্গল তার দলবল নিয়ে এসে সুষমা মণ্ডলের উপরে চড়াও হয়। মারধর করা হয় সুষমাদেবীকে। গ্রামবাসীরা জানান, এলাকায় তৃণমূলের অন্দরেই দু’টি দল তৈরি হয়েছে। সে কারণেই এত ঝামেলা। তৃণমূলের পঞ্চায়েত প্রধান খতিব সর্দার এই কথা অস্বীকার করে বলেন, ‘‘গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে মারামারি হয়েছে। দু’পক্ষই আমাদের দলের লোকজন। তাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ছাড়া এ সব আর কিছু নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement