Firing in Barrackpore

বন্দুক চালানো শিখতে গিয়ে পুলিশকর্মীর বাড়িতে গুলি ছুড়লেন বায়ুসেনার কর্মী! ব্যারাকপুরে হুলস্থুল

স্থানীয় সূত্রে খবর, ব্যারাকপুরের ষষ্ঠীতলার শ্যামকুঞ্জ নামে একটি আবাসনে ঘটনাটি ঘটেছে। আবাসনের তৃতীয় তলায় এক পুলিশকর্মী থাকেন। তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ১৩:১১
Share:

—প্রতীকী ছবি।

পুলিশকর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে বায়ুসেনার এক কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ব্যারাকপুরের ষষ্ঠীতলার শ্যামকুঞ্জ নামে একটি আবাসনে ঘটনাটি ঘটেছে। আবাসনের তৃতীয় তলায় এক পুলিশকর্মী থাকেন। তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চলেছে। ঘটনায় বাড়ির রান্নাঘরের কাচ ভেঙে গিয়েছে। পুলিশকর্মীর স্ত্রী বলেন, ‘‘আমি তখন ঘুমোচ্ছিলাম। আমার স্বামী জেগে ছিল। তখনই ওই ঘটনা ঘটেছে। আমরা ভীষণই আতঙ্কিত।’’

পুলিশ সূত্রে খবর, বায়ুসেনার যে কর্মীকে আটক করা হয়েছে, তিনি গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে, তিনি বন্দুক চালানো শিখছিলেন। সেই সময়েই ভুলবশত ওই ঘটনা ঘটে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement