তখনও চলছে বিক্ষোভ কর্মসূচি।—নিজস্ব চিত্র।
স্টেশনের দাবিতে অনশন করে বিক্ষোভ দেখাল জনতা। রবিবার সকাল ৯টা থেকে বসিরহাটের উত্তর দেবীপুর গ্রামে রেলগেটের কাছে অবস্থান-বিক্ষোভ প্রায় ১০ ঘণ্টা চলে। পরে আরপিএফ এবং বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনশন তোলে।
স্টেশনের দাবিতে আন্দোলন শানাতে যাত্রীরা ইতিমধ্যে একটি কমিটি গড়ে তুলেছেন। এ দিন কমিটির পক্ষ থেকে হল্ট স্টেশন-সহ একাধিক দাবিতে রেলের কাছে যাত্রীদের সই-সহ স্মারকলিপি জমা দেয়। এরপরেও যদি স্টেশন তৈরি না হয় তা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন।
কমিটির কনভেনর আজিজুল ইসলাম বলেন, ‘‘২০১২-১৩ সালে রেল বাজেটে ভ্যাবলা হল্ট ও চাঁপাপুকুর স্টেশনের মাঝে উত্তর দেবীপুর গ্রামে একটি নতুন স্টেশনের প্রস্তাব ঘোষিত হয়েছিল। ওখানে স্টেশন হলে বহু যাত্রী, বিশেষ করে বসিরহাট কলেজের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। কিন্তু কেন এখনও কাজ শুরু হল না, তা আমরা জানি না। সে কারণেই অনশন, বিক্ষোভ।’’
দীর্ঘদিন ধরেই বারাসাত-হাসনাবাদ শাখায় বসিরহাটের ভ্যাবলায় একটি হল্ট স্টেশন এবং চাঁপাপুকুর স্টেশনের মধ্যে উত্তর দেবীপুর গ্রামে হল্ট স্টেশনের দাবি জানিয়ে আসছেন এলাকার মানুষ। বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা রেলমন্ত্রীকে একাধিকবার লিখিত ভাবে জানানো হয়েছে বলে জানান বাসিন্দারা। রেলের পক্ষে ওই এলাকায় স্টেশন করা যায় কিনা, তা দেখতে আধিকারিকেরা ঘুরে গিয়েছেন এলাকায়। কিন্তু তারপরও কাজ এগোয়নি। এ দিন এলাকার প্রায় কয়েকশো মানুষ রেললাইনের পাশে মঞ্চ করে অনশনে বসেন।
সম্প্রতি যাত্রী সুরক্ষায় ভ্যাবলা হল্ট স্টেশন সংলগ্ন চৌমাথা-ন্যাজাট রাস্তায় ওভারব্রিজ, প্ল্যাটফর্মের আয়তন বৃদ্ধি, স্টেশনে মহিলা-পুরুষদের জন্য বাথরুমের সংখ্যা বৃদ্ধি এবং ভ্যাবলা-চাঁপাপুকুর স্টেশনের মাঝে উত্তর দেবীপুর গ্রামে হল্ট স্টেশনের দাবিতে সই সংগ্রহ করে যাত্রীরা শিয়ালদহে রেলের পদাধিকারিকদের দেন গ্রামের মানুষ।