Gobardanga Municipality

গোবরডাঙায় পুরসভার উদ্যোগে ৮০-ঊর্ধ্বদের এ বার বাড়িতে গিয়ে টিকা

পুরসভার তরফে জানা গেছে, মোট ৩০০ জনের মতো ৮০ বছরের বেশি বয়স্কদের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিদিন ৭০-৮০ জনকে টিকা দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোবরডাঙা শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৮:০৯
Share:

নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার উদ্যোগে ৮০-ঊর্ধ্বদের এ বার বাড়িতে গিয়ে টিকা দেওয়ার কাজ শুরু হল। পুরসভার তরফে জানা গেছে, মোট ৩০০ জনের মতো ৮০ বছরের বেশি বয়স্কদের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিদিন ৭০-৮০ জনকে টিকা দেওয়া হবে।

Advertisement

বুধবার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অতুলচন্দ্র দাস এবং অবসরপ্রাপ্ত রেলকর্মী রবীন্দ্রনাথ রায়কে টিকা দিয়ে কর্মসূচির সূচনা হয়।

পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহ বৃদ্ধ নাগরিকদের বাড়িতে গিয়ে টিকা দেওয়ার কাজ চলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement