ভুল চিকিৎসায় তরুণের মৃত্যুর অভিযোগ বনগাঁয়

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল বনগাঁ মহকুমা হাসপাতালে। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে হাসপাতাল এবং থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ০০:৩৩
Share:

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল বনগাঁ মহকুমা হাসপাতালে। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে হাসপাতাল এবং থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শঙ্কর প্রসাদ মাহাতো বলেন, ‘‘ময়না তদন্তের রিপোর্ট পেলে ওই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগের তদন্ত চলছে।’’

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গোপালনগর থানার শিমুলিয়া এলাকার বাসিন্দা বছর আঠারোর অনিরুদ্ধ অধিকারী বৃহস্পতিবার দুপুরে জ্বর নিয়ে বনগাঁ মহকুমা হাসাপাতালে ভর্তি হন। রক্ত পরীক্ষায় টাইফয়েড ধরা করে। অবস্থায় অবনতি হওয়ায় শুক্রবার রাতে চিকিৎসকেরা তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই বনগাঁ হাসপাতালে মৃত্যু হয় অনিরুদ্ধর। মৃতের পরিবারের দাবি, স্থানান্তরিত করার কথা বলার আগেই অনিরুদ্ধর মৃত্যু হয়েছিল।

Advertisement

মৃতের মা মীরা দেবীর অভিযোগ, ‘‘ছেলে চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। কিন্তু শুক্রবার দুপুর থেকেই ছেলের শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকে।’’ মীরাদেবীর দাবি, কতর্ব্যরত নার্সকে বিষয়টি জানালে তিনি দুর্ব্যবহার করেন। তারপর কর্তব্যরত চিকিৎসক ইনঞ্জেকশন দেওয়ার পরেই ছেলে নেতিয়ে পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement