এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।
এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের হুমকি দেওয়া হল। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ির দরজায় হাতে লেখা এই হুমকি-চিঠি সাঁটানো ছিল। সামনে রাখা ছিল একটি খালি মদের বোতল! চিঠির শেষে লেখা, ‘ইতি ধর্ষক আজিদা।’ পড়শি একটি দেশের নামও সেখানে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার। রাতেই থানায় অভিযোগ করে পরিবারটি। মহিলা নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নেহাতই ভুল করে মহিলাকে এই চিঠি দেওয়া হয়েছে। অন্য কেউ হয়তো হুমকির লক্ষ্য ছিল। তবে মহিলার বাড়ি এবং এলাকায় নজরদারি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। তাঁদের দুই ছেলে। তাঁরা কাজ সেরে রাতের দিকে বাড়ি ফেরেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিলেন তাঁদের মা। দরজা বন্ধ করে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ৯টা নাগাদ দরজা খুলে দেখেন, ওই চিঠি সাঁটানো। চিঠিতে দাবি করা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হবে। ধর্ষণ করে বাড়িও পৌঁছে দেওয়া হবে। মহিলার উপরে নজর রাখা হচ্ছে, বলা হয়েছে চিঠিতে। চিঠির বয়ান অনুযায়ী, দুষ্কৃতীরা দলে পনেরো জন রয়েছে।
মহিলার কথায়, “আমার সঙ্গে কারও কোনও শত্রুতা নেই। এই ঘটনায় আমি খুবই আতঙ্কিত।”