—প্রতীকী চিত্র।
প্রথমে সমাজমাধ্যমে এক মহিলার ছবি দিয়ে বন্ধুত্বের অনুরোধ পাঠানো। সেই সূত্রে কথা চালাচালি। বিষয়টি গড়ায় বিয়ের প্রস্তাব পর্যন্ত। অভিযোগ, এমনই কৌশলে নিমতা থানা এলাকার এক বাসিন্দার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছিল ১ লক্ষ ৮৩ হাজার টাকা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার শিলিগুড়ি থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ। ধৃতের নাম শুভদীপ রাহা। সোমবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে আট দিনের পুলিশি হেফাজত হয়। তদন্তকারীরা জেনেছেন, অভিযুক্ত প্রথমে মহিলাদের ছবি ব্যবহার করে বন্ধুত্বের প্রস্তাব পাঠাত। এর পরে মহিলা কণ্ঠে কথা বলে সম্পর্ক তৈরি করত। শেষে নানা অজুহাতে টাকা আদায় করত। অভিযোগকারী জানিয়েছেন, কখনও মহিলার মা, কখনও মেয়ের দাদা, কখনও আবার তাঁদের আত্মীয় বলে পরিচয় দিত শুভদীপ। শেষে সে মায়ের শরীর খারাপের অজুহাত দেখিয়ে টাকা আদায় করে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে