Baruipur

দুর্ঘটনায় জখম ছাত্র, দেওয়া হল না উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা

শাঁখারিপাড়ার কাছে একটি অটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের। ছিটকে পড়ে গুরুতর জখম হয় রোহিত। চোট লাগে তার দুই বন্ধুরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ০৯:২৫
Share:
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

উচ্চ মাধ্যমিকের শেষ দিনের পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হল এক পরীক্ষার্থী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বারুইপুরের শাঁখারিপাড়া এলাকায়। দুর্ঘটনার জেরে এ দিন আর পরীক্ষা দিতে পারেনি ওই ছাত্র।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধপধপির বাসিন্দা রোহিত মণ্ডল এ দিন মোটরবাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল। ধপধপি হাইস্কুলের ছাত্র রোহিতের সিট পড়েছে বারুইপুরের মদারাট পপুলার অ্যাকাডেমিতে। এ দিন ছিল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। দুই বন্ধুকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিল রোহিত।

শাঁখারিপাড়ার কাছে একটি অটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের। ছিটকে পড়ে গুরুতর জখম হয় রোহিত। চোট লাগে তার দুই বন্ধুরও। তিন জনকেই বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে রোহিতের দুই সঙ্গীকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। তারা পরীক্ষা দিয়েছে। কিন্তু রোহিতের চোট গুরুতর হওয়ায় সে পরীক্ষা দিতে যেতে পারেনি। পরীক্ষা কেন্দ্রের তরফে হাসপাতালে বসে পরীক্ষা দেওয়ানোর চেষ্টা করা হয়েছিল। তবে চিকিৎসকেরা জানিয়ে দেন, কোনও ভাবেই পরীক্ষা দেওয়া সম্ভব নয় রোহিতের পক্ষে। বারুইপুর মহকুমা হাসপাতালের সুপার ধীরাজ রায় বলেন, “আমরা চেষ্টা করেছিলাম ওই ছাত্রটি যাতে পরীক্ষা দিতে পারে। কিন্তু ওর শারীরিক অবস্থা খারাপ ছিল। আপাতত সে চিকিৎসাধীন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement