jaynagar

Jaynagar: সন্তান অসুস্থ, কাজের চাপে মানসিক অবসাদ! জয়নগরে বিষ খেয়ে আত্মহত্যা যুগ্ম বিডিওর

সোমবার সকালে ঘরের দরজা বন্ধ করে বিষ খেয়ে আত্নহত্যার চেষ্টা করেন। সেই সময় তাঁর স্ত্রী বাইরে কাজ করছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারুইপুর শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ২৩:৪০
Share:

পলাশ মণ্ডল। নিজস্ব চিত্র।

এক দিকে কাজের চাপ। অন্য দিকে, ছোট্ট সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক সরকারি আধিকারিক। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দক্ষিণ বারাসাত এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম পলাশ মণ্ডল। পশ্চিম মেদিনীপুরের গরবেতা ২ নম্বর ব্লকের যুগ্ম বিডিও পদে ছিলেন তিনি।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, স্ত্রী তিন সন্তানকে নিয়ে জয়নগরে থাকেন। কাজের চাপে বাড়ি আসার সময় পেতেন না পলাশ। এ দিকে কিছু দিন আগেই তাঁর ছোট সন্তানেরও ওপেন হার্ট সার্জারি হয়। এমন অবস্থায় পরিবারকে সময় না দিতে পারায় মানসিক অবসাদে ভুগতে শুরু করেন পলাশ। গত শুক্রবার সন্ধ্যায় গড়বেতা থেকে জয়নগরের বাড়িতে ফিরে এসেছিলেন তিনি। এর পর সোমবার সকালে ঘরের দরজা বন্ধ করে বিষ খেয়ে আত্নহত্যার চেষ্টা করেন। সেই সময় তাঁর স্ত্রী বাইরে কাজ করছিলেন। কিছু ক্ষণ পরই ঘরে ঢুকে দেখেন, অচেতন হয়ে পড়ে রয়েছেন পলাশ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে পলাশকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সোমবার পলাশের দেহের ময়নাতদন্ত করা হয় বারুইপুর পুলিশ মর্গে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement