প্রস্তুতি: হাসপাতালের শয্যায় বসে পড়াশোনা। নিজস্ব চিত্র
হঠাৎ মাথা যন্ত্রণার সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়েছিল মেয়েটির। ছিল পেটে ব্যথা। মঙ্গলবার সকালে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে। কিন্তু হাসপাতাল থেকে তিন ঘণ্টার ছুটি নিয়ে এসে পরীক্ষা দিল সঙ্গীতা দেবনাথ।
সঙ্গীতার বাড়ি হাবড়া থানার মহিষা মছলন্দপুর এলাকায়। সকাল ৯টা নাগাদ পরিবারের সদস্যেরা তাকে নিয়ে আসেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসকেরা তাকে ভর্তি করে নেন। স্যালাইন চালু হয়। হাসপাতাল সুপার শঙ্করলাল ঘোষ বলেন, ‘‘আমরা ছাত্রীটির পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হাসপাতালে করার প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। ওর বাবা জানান, পরীক্ষা কেন্দ্র থেকে তাকে জানানো হয়েছে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। তখন মেয়েটির শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তাই ছুটি দেওয়া হয়েছিল।’’
সঙ্গীতা স্থানীয় হাবড়া গার্লস হাইস্কুলের ছাত্রী। তার পরীক্ষার সিট পড়েছে হাবড়া মডেল হাইস্কুলে। হাসপাতাল থেকে ছুটি নিয়ে মেয়েকে একটি টোটো গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায় তার বাড়ির লোকেরা। সেখানে অবশ্য হাসপাতাল থেকে একটি অ্যাম্বুল্যান্স ও অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছিল। সে ভাল ভাবে পরীক্ষা দিতে পেরেছে। তবে পরীক্ষা শেষের পর ফের সে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসা হয়। শঙ্করবাবু বলেন, ‘‘মেয়েটি এখন সুস্থ রয়েছে। টেনশন থেকে অসুস্থ বোধ করছে। ওকে ছেড়ে দেওয়া হবে।’’
মূল ভেনু সেক্রেটারি সত্যজিৎ বিশ্বাস বলেন, ‘‘মেয়েটি আজ ভালো ভাবে পরীক্ষা দিয়েছে। সে যদি অসুস্থ থাকে, তা হলে হাসপাতালেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।’’