রবিবার থেকে খোঁজ নেই সন্টু কয়ালের। নিজস্ব চিত্র
সুন্দরবনের খাঁড়িতে মাছ ধরতে গিয়ে রবিবার থেকে নিখোঁজ এক মৎস্যজীবী। ওই মৎস্যজীবীর নাম সন্টু কয়াল। তিনি গোসাবার সুন্দরবন উপকূল থানার সাতজেলিয়ার চরঘেরি গ্রামের বাসিন্দা। তিনি বাঘের খপ্পরে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সন্টুর সন্ধানে নেমেছে বন দফতর।
সন্টুর পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। তারপর থেকে তাঁর আর খোঁজ নেই। তবে জঙ্গল লাগোয়া একটি খাঁড়ি থেকে সন্টুর নৌকা পাওয়া গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তাঁকে বাঘে তুলে নিয়ে গিয়েছে।
সোমবার সকালে জঙ্গল লাগোয়া একটি খাঁড়ি থেকে সন্টুর নৌকা উদ্ধারের পর তাঁর গতিবিধি নিয়ে আশঙ্কা ক্রমশই দানা বাঁধছে। বিষয়টি স্থানীয় বিট অফিসে জানানো হয়েছে। বনদফতর এবং সুন্দরবন উপকূল থানার ওই মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে।