Fraud Case

প্রতারণায় ধৃত সিভিক ভলান্টিয়ার

প্রতারিত হচ্ছেন বুঝে টাকা ফেরত চাইতে গেলে মহিলাদের লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছিল এক সিভিক ভলান্টিয়ার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়েরের পরে আদালতের যান প্রতারিতেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ০৭:৩০
Share:
ধৃতের নাম সন্তু দেবনাথ।

ধৃতের নাম সন্তু দেবনাথ। —প্রতীকী চিত্র।

কখনও বাচ্চার অসুস্থতার নাম করে টাকা ধার। কখনও অল্প সুদে ঋণ পাইয়ে দেওয়ার নামে মহিলাদের থেকে টাকা নেওয়া হয়েছিল। প্রতারিত হচ্ছেন বুঝে টাকা ফেরত চাইতে গেলে মহিলাদের লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছিল এক সিভিক ভলান্টিয়ার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়েরের পরে আদালতের যান প্রতারিতেরা। আদালতের নির্দেশে গ্রেফতার করা হল ওই সিভিক ভলান্টিয়ারকে। ঘটনাটি ঘটেছে সোদপুর এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ধৃত সন্তু দেবনাথ ব্যারাকপুর সিটি পুলিশের ট্র্যাফিক বিভাগে সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত। পানিহাটির ১১ নম্বর ওয়ার্ডের গান্ধী নগরের বাসিন্দা সন্তুর স্ত্রী বাড়িতে একটি ঋণ প্রদানকারী সংস্থা খুলেছিলেন। তার মাধ্যমে এলাকার নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের মহিলাদের ঋণ পাইয়ে দিতে কয়েক মাস ধরেই টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সন্তানের চিকিৎসার নামে বেশ কয়েক জনের থেকে টাকা ধার নিয়েছিল ওই দম্পতি।

কিন্তু দিন কয়েক আগে সকলেই বুঝতে পারেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এর পরেই সকলে এক জোট হয়ে সন্তুদের বাড়িতে টাকা চাইতে যান। অভিযোগ, প্রথমে সন্তুর পরিবারের লোকজন তাঁদের গালিগালাজ করে হুমকি দেন। প্রতিবাদ করলে সিভিক ভলান্টিয়ারের পোশাক পরা অবস্থায় লাঠি হাতে বেরিয়ে এসে সন্তু মহিলাদের পেটাতে শুরু করেন বলে অভিযোগ। এমনকি বঁটি দিয়ে এক জনকে কোপ মারতে তাড়া করা হয় বলেও অভিযোগ।

Advertisement

প্রতারিত সীমা মল্লিক বলেন, ‘‘সন্তু সিভিক ভলান্টিয়ারের কাজ করেন। তাই বিশ্বাস করেছিলাম। কিন্তু টাকা দিয়েও কোনও ঋণ মিলছিল না। এ ভাবে ওঁরা বিভিন্ন লোকের থেকে প্রায় ৩০ লক্ষ টাকা তুলেছেন।’’ আর এক প্রতারিত মৌমিতা শীল বলেন, ‘‘ছেলের ক্যানসার হয়েছে বলে টাকা ধার নিত। সকলকে বলত, ঋণ তুলেই শোধ করে দেব। পড়াশোনা জানি না। আমার নাম করে ঋণ তুলে নিয়েছিল। তা আমি জানতামও না।’’

প্রতারিতেরা জানাচ্ছেন, প্রথমে তাঁরা খড়দহ থানায় অভিযোগ করেন। কিন্তু নিজের প্রভাব খাটিয়ে সন্তু যাতে ছাড়া না পান, সে জন্যে আদালতেরও দ্বারস্থ হন ওই মহিলারা। ব্যারাকপুর আদালতের নির্দেশে সন্তুকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement