ফের গুজবের শিকার এক যুবক। ছেলে ধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে চলে গণধোলাই। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাটের পিঁফা পঞ্চায়েতের রামনগর গ্রামে। খবর পেয়ে পুলিশ ওই প্রহৃতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে বসিরহাট মহকুমার বাতাসে ভাসছে নানা গুজব। কখনও শোনা যাচ্ছে, ছেলেধরা ঘুরছে, কখনও শোনা যাচ্ছে এক দল লোক কাউকে একলা পেলে কিডনি কেটে নিয়ে যাচ্ছে, শিশুদের পাচার করা হচ্ছে। জঙ্গির গুজবও ছড়াচ্ছে ক’দিন ধরে। যার জেরে কখনও ভবঘুরে, কখনও মানসিক ভারসাম্যহীনেরা আক্রান্ত হচ্ছেন। পুলিশ জানায়, এ দিন সকালে রামনগর গ্রামে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। এক সময়ে সে আনছার গাজির বাড়িতে ঢুকে পড়ে বলে অভিযোগ। আনছারের দাবি, ‘‘বৌমা হালিমার কোল থেকে বাচ্চাকে নিয়ে পালানোর চেষ্টা করে লোকটা। তাকে ধরে ফেলা হয়। পরে এলাকার মানুষ বেঁধে রেখে পেটায়।’’ পুলিশ এসে উদ্ধার করে যুবককে। তিনি মানসিক ভারসাম্যহীন বলেই পুলিশের অনুমান। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। পিঁফা পঞ্চায়েতের উপপ্রধান আলমগির মণ্ডল বলেন, ‘‘পঞ্চায়েতের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে।’’ বসিরহাটের বিধায়ক দীপেন্দু বিশ্বাসের কথায়, ‘‘সর্বস্তর থেকে গুজবের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে। গুজবে কান না দেওয়ার জন্য বলা হচ্ছে।’’ বসিরহাটের প্রতিটি থানা এলাকায় মানুষকে সচেতন করতে প্রচার চলছে। কিন্তু তাতে কাজের কাজ কতটা হচ্ছে, প্রশ্ন তুলে দিল পিফাঁর এই ঘটনা।