Unnatural Death

ছাত্রাবাস থেকে আইটিআই কলেজের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার! তদন্তে ডায়মন্ড হারবারের পুলিশ

শনিবার সকালে ছাত্রাবাসে ঝুলন্ত অবস্থায় কুমারনয়নের দেহ দেখতে পান অন্য পড়ুয়ারা। খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানায়। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩১
Share:

— প্রতীকী চিত্র।

ছাত্রাবাস থেকে উদ্ধার আইটিআই কলেজের ছাত্রের ঝুলন্ত দেহ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভা এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। মৃত ছাত্রের নাম কুমারনয়ন গিরি। ডায়মন্ড হারবার গভর্নমেন্ট আ টিআই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি।

Advertisement

শনিবার সকালে ছাত্রাবাসে ঝুলন্ত অবস্থায় কুমারনয়নের দেহ দেখতে পান অন্য পড়ুয়ারা। খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানায়। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত ছাত্র পাথরপ্রতিমা এলাকার বাসিন্দা। ডায়মন্ড হারবারে ভাড়া বাড়িতে থাকতেন। ঘটনার খবর দেওয়া হয় মৃত ছাত্রের পরিবারের লোকজনকে। তবে কী কারণে ওই ছাত্র আত্মঘাতী হয়েছেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement