ভারতীয় জলসীমায় বাংলাদেশি নৌকা, ৫৭ জনকে ধরল উপকুলরক্ষী বাহিনী

বাংলাদেশি মৎস্যজীবী-সহ দু’টি নৌকা আটক করল উপকূলরক্ষী বাহিনী। সোমবার সকালের ঘটনা। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, এ দিন আইসিজিএস সুচেতা কৃপালনী নামে একটি নজরদারি জাহাজ বঙ্গোপসাগরে ভারতের জলসীমান্তে টহল দিচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৫ ০০:১৫
Share:

বাংলাদেশি মৎস্যজীবী-সহ দু’টি নৌকা আটক করল উপকূলরক্ষী বাহিনী। সোমবার সকালের ঘটনা। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, এ দিন আইসিজিএস সুচেতা কৃপালনী নামে একটি নজরদারি জাহাজ বঙ্গোপসাগরে ভারতের জলসীমান্তে টহল দিচ্ছিল। সেই জাহাজ থেকেই উপকূলরক্ষীরা ওই দু’টি নৌকাকে দেখতে পান। ভারতীয় জলসীমায় বাংলাদেশি নৌকা ঢুকেছে বুঝে তাদের চ্যালেঞ্জ করেন জওয়ানরা। তাতে নৌকাদু’টি পালানোর চেষ্টা করলে উপকুলরক্ষী বাহিনী তাড়া সে দু’টিকে ধরে ফেলে। দু’টি নৌকো থেকে ৫৭ জন মৎস্যজীবীকে পাকড়াও করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে ৬০ কিলোগ্রাম মাছ। তাদের ফ্রেজারগঞ্জে আনা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement