Habra

নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন! হাবড়ায় গ্রেফতার নাবালক-সহ দুই

নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ফাঁকা বাড়িতে মাদক খাইয়ে বেঁহুশ করে যৌন নির্যাতনের অভিযোগে উত্তর ২৪ পরগনার হাবড়ায় গ্রেফতার এক নাবালক-সহ দু’জন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৮:২৫
Share:
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ফাঁকা বাড়িতে মাদক খাইয়ে বেঁহুশ করে যৌন নির্যাতনের অভিযোগে উত্তর ২৪ পরগনার হাবড়ায় গ্রেফতার এক নাবালক-সহ দু’জন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নাবালিকার পরিবারের অভিযোগ, গত ৭ মার্চ ওই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল দুই বন্ধু। বাইকে করে অশোকনগরের একটা ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক খাইয়ে নাবালিকাকে বেঁহুশ করে যৌন নির্যাতন চালায় তারা। এর পর ভোরে নাবালিকাকে বাড়ির সামনে ফেলে রেখে চলে যান অভিযুক্তেরা। সকালে নাবালিকাকে ঘরের সামনে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যেরা জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা জানতে পারেন। এর পরেই পরিবারের লোকেরা হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়া মাত্রই বছর কুড়ির এক যুবক এবং এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিধাননগর জুভেনাইল কোর্টে নাবালককে হাজির করানো হয়েছিল। গোপন জবানবন্দি নেওয়া হয় তার। আর ওই যুবককে হাজির করানো হয়েছিল বারাসত আদালতে। আদালত তাঁর পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement