ফাইল চিত্র।
কলকাতার পুরভোটে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে না বলে আগেই জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি। শীর্ষ আদালত ফের তাদের কলকাতা হাই কোর্টে যেতে বলে। মঙ্গলবার হাই কোর্ট কলকাতা পুরনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের মতামত জানতে চায়। আজ, বুধবার সে বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাবে কমিশন। সকাল সাড়ে ১০টা নাগাদ ওই মামলার শুনানি শুরু হওয়ার কথা।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
পুরভোট রায়
রাজ্যে যে সব পুরসভায় নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ ফুরিয়ে গিয়েছে সে সব জায়গায় ভোট একসঙ্গে করার দাবিতে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। আজ ওই মামলায় রায় দেবে আদালত। সকাল সাড়ে ১০টা নাগাদ ওই রায় ঘোষণা হওয়ার কথা প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।
পুরভোটের প্রচারে মমতা
কলকাতা পুরভোটের প্রচারে আজ প্রথম বার সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুলবাগান মেট্রো স্টেশনের সামনে তাঁর ওই সভাটি হওয়ার কথা। দুপুর ৩টে নাগাদ সেটি রয়েছে।
গ্রাফিক- সনৎ সিংহ।
রাষ্ট্রপতির বাংলাদেশ সফর
তিন দিনের সফরে বাংলাদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ঢাকায় একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। ওই সফরে রাষ্ট্রপতি যেতে পারেন ঢাকার রমনা কালীবাড়ি ও ঢাকেশ্বরী মন্দিরে।
সংসদের অধিবেশন
কৃষি আইন প্রত্যাহার নিয়ে হট্টগোলের জেরে ১২ জন সাংসদকে সাসপেন্ড করেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান। তার প্রতিবাদে গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে তৃণমূল সাংসদরা। আজ তৃণমূল-সহ অন্য বিরোধী সাংসদরাও যন্তরমন্তরে বিক্ষোভ দেখাতে পারেন।
সিঙ্গুরে বিজেপি-র প্রতিবাদ
কৃষকদের দাবিদাওয়া নিয়ে সিঙ্গুরে ধর্না কর্মসূচি চলছে বিজেপি-র কিসান মোর্চার। আজ দ্বিতীয় দিনে পড়ল ওই কর্মসূচি। আজ সেখানে অংশ নিতে পারেন রাজ্য বিজেপি-র নেতারা।
আবহাওয়া
টানা দু’দিন পারদ নামল রাজ্যে। শহর কলকাতা-সহ জেলাগুলিতে ঠান্ডা পড়েছে। আজ তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।