ভোটারদের ভিড়ে হারিয়েছে কোভিড-বিধি। ছবি: সুমন বল্লভ।
শনিবার বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পুরনিগমের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোনও বুথে পুনর্নির্বাচন হবে না বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ফলে আজ, রবিবার গণনার দিকেই নজর দিচ্ছে কমিশন। সোমবার রয়েছে ওই চার পুরনিগমের ভোট গণনা। আজ তা নিয়েই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
আইপিএল নিলাম
শনিবার হয়েছে প্রথম দিনের নিলাম। আজ দ্বিতীয় দিনের নিলাম হবে আইপিএল-এর। সকাল ১১টা থেকে শুরু হওয়ার কথা। কোন খেলোয়াড় কত দামে কোন দলে যাবেন আজ তা দেখার।
তৃণমূলের নতুন কাঠামো
তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’ বিতর্কের মধ্যে শনিবার নতুন জাতীয় কর্মসমিতি তৈরি হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রয়েছেন দলের ২০ জন শীর্ষ নেতা। এমতাবস্থায় আজ এই সংক্রান্ত খবর আলোচনার কেন্দ্রে থাকে।
গ্রাফিক- সনৎ সিংহ।
তৃণমূল-আইপ্যাক বিতর্ক
তৃণমূলে নতুন জাতীয় কর্মসমিতি তৈরি হলেও আইপ্যাকের সঙ্গে বিতর্ক অব্যাহত রয়েছে। এই অবস্থায় সম্পর্ক টিকে থাকে না কি ছিন্ন হয় তা দেখার।
কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়
কেমন থাকেন সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত সে দিকে আজ নজর থাকবে। তাঁরা দু’জনেই দু’সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আবহাওয়া পূর্বাভাস
ঠান্ডা কমছে। শীত বিদায়ের পথে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ক’দিন আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা খুব বেশি ওঠাপড়া করবে না। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস।