WB Municipal Election

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ আইপিএল-এ নিলাম রয়েছে। বেলা ১১টা থেকে নিলাম শুরু হবে। আজ নিলামে কোন খেলোয়াড়কে কত দামে উঠে তা নজরে থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ০৭:১০
Share:

ফাইল চিত্র।

আজ, শনিবার চার পুর নিগমের ভোট রয়েছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৫টা পর্যন্ত। চার পুরসভায় মোট ১৯ লক্ষের বেশি ভোটার রয়েছে। রাজ্য পুলিশ দিয়েই হচ্ছে ভোট। ভোট কেমন হয় আজ দিনভর নজর থেকে থাকবে এই দিকে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

রাজ্যের ১১২ পুরভোটের ফলপ্রকাশের দিন ক্ষণ

Advertisement

রাজ্যের ১১২ পুরভোটের ফলপ্রকাশ এক সঙ্গে হবে কি না আজ তা জানানোর কথা রাজ্য নির্বাচন কমিশনের। এই সিদ্ধান্ত কমিশনের উপরই ছেড়ে দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই মতো আজ তারা সিদ্ধান্ত নেবে।

আইপিএল নিলাম

আজ আইপিএল-এ নিলাম রয়েছে। বেলা ১১টা থেকে নিলাম শুরু হবে। আজ নিলামে কোন খেলোয়াড়কে কত দামে উঠে তা নজরে থাকবে।

তৃণমূলে 'এক ব্যক্তি এক পদ' বিতর্ক

তৃণমূলে 'এক ব্যক্তি এক পদ' বিতর্ক চরমে। এই পরিস্থিতিতে আজ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টা নাগাদ ওই বৈঠকটি শুরু হওয়ার কথা। সেখানে থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম-সহ প্রথম সারির নেতারা।

গ্রাফিক: সনৎ সিংহ

তৃণমূল-আইপ্যাক বিতর্ক

তৃণমূল ও আইপ্যাকের বিতর্ক ক্রমশ তীব্র আকার নিয়েছে। এ নিয়ে দু'ভাগে বিভক্ত হয়েছে ঘাসফুল শিবির। এমতাবস্থায় আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিন্ন হতে পারে বলেও অনেকে মনে করছেন। ওই পরিস্থিতির দিকে নজর থাকবে।

কর্নাটক হাইকোর্টে হিজাব শুনানি

আজ কর্নাটক হাই কোর্টে হিজাব নিয়ে মামলার শুনানি রয়েছে। আদালত নতুন কোনও নির্দেশ বা রায় দেয় কি না সে দিকে নজর থাকবে।

আইএসএল

আজ আইএসএল-এ এটিকে মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই ম্যাচটি শুরু হওয়ার কথা।

কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়

সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত কেমন থাকেন সে দিকে নজর থাজবে। তাঁরা দু'জনেই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

রাজ্যের করোনা পরিস্থিতি

বৃহস্পতিবারের পর শুক্রবারও কমল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে কলকাতায় দৈনিক আক্রান্ত একশোর উপরেই আছে। রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি দৈনিক সংক্রমণের হারও কমেছে। আজ রাজ্যে কত সংক্রমণ হয় সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement