১০০ দিনে জিআইএস

গ্রামীণ মানুষের কর্মসংস্থানের নিশ্চয়তার পাশাপাশি পঞ্চায়েতে স্থায়ী সম্পদ সৃষ্টির উদ্দেশ্য ছিল ১০০ দিনের কাজের প্রকল্পে। এর জন্য শ্রমিকদের কাজের মজুরি বাবদ কোটি কোটি টাকা খরচও হচ্ছে। কিন্তু স্থায়ী সম্পদ কোথায় কতটা হয়েছে, প্রকল্পের নামে সরকারি টাকা অপব্যবহার হয়েছে কি না, সে সব এ বার জানা যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৬ ০৩:৩১
Share:

গ্রামীণ মানুষের কর্মসংস্থানের নিশ্চয়তার পাশাপাশি পঞ্চায়েতে স্থায়ী সম্পদ সৃষ্টির উদ্দেশ্য ছিল ১০০ দিনের কাজের প্রকল্পে। এর জন্য শ্রমিকদের কাজের মজুরি বাবদ কোটি কোটি টাকা খরচও হচ্ছে। কিন্তু স্থায়ী সম্পদ কোথায় কতটা হয়েছে, প্রকল্পের নামে সরকারি টাকা অপব্যবহার হয়েছে কি না, সে সব এ বার জানা যাবে। রাজ্যে গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে এ বার ‘জিআইএস’ বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম প্রয়োগ করে সৃষ্ট সম্পদ সহ যাবতীয় তথ্য মানচিত্রের মাধ্যমে হাজির করার ব্যবস্থা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement