ফাইল চিত্র।
রাজ্যে দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ। শুক্রবার আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫০ হাজার পেরিয়ে গিয়েছে। সবথেকে খারাপ অবস্থা কলকাতার। শুধু মহানগরীতেই আক্রান্তের সাড়ে সাত হাজার। আজ, শনিবার আলোচনায় থাকবে করোনার এই পরিসংখ্যান।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
কোভিড নিয়ে বৈঠক অভিষেকের
আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দুপুর নাগাদ ওই বৈঠক হওয়ার কথা।
গঙ্গাসাগর মেলা প্রস্তুতি
শুক্রবার শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলায় অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই মতো আজ থেকে ওই মেলার প্রস্তুতি শুরু করবে রাজ্য। কোভিড বিধি মেনে যতটা কম লোক নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ প্রশাসনের। ফলে আজ নজর থাকবে সরকারের বিভিন্ন প্রস্তুতির দিকে।
চার পুরভোটের তৎপরতা ও বিতর্ক
রাজ্যের আসন্ন চার পুরসভার ভোটগ্রহণ নিয়ে এক দিকে তৎপরতা, অন্য দিকে বিতর্ক শুরু হয়েছে। জয়ের জন্য কোভিড বিধি উপেক্ষা করেই ভোট প্রচারে নামছেন প্রার্থীরা। আবার কোভিডকালে ভোট করানোর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নির্বাচন পেছানোর আবেদন জানিয়েছে। শুক্রবার তারা রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানায়, কোভিড পরিস্থিতিতে এক মাস পিছিয়ে দেওয়া হোক চার পুরসভার ভোট। এখন কমিশন কী সিদ্ধান্ত নেয় সেই দিকেই নজর থাকবে।
আইএসএল
আজ আইএসএল-এ এটিকে মোহনবাগানের খেলা রয়েছে। ওড়িশা এফসি-এ বিরুদ্ধে নামবে সবুজ-মেরুন শিবির। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্ট
আজ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্টের তৃতীয় দিন। সকাল ৫টা থেকে ওই খেলাটি শুরু হয়েছে। আজ দেখার দিনের শেষে কোন দল এগিয়ে থাকে।
আবহাওয়া
এ বার কি আস্তে আস্তে বিদায় নিচ্ছে শীত? কয়েক দিন ধরে পারদের ঊর্ধ্বমুখী অবস্থান দেখে এমনটাই মনে করছেন অনেকে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, ঠান্ডার প্রকোপ কিছুটা কমলেও শীত এখনই বিদায় নিচ্ছে না। আপাতত জানুয়ারির শেষ পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে।