JP Nadda

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

তৃণমূলের কর্মী সম্মেলনে মমতা, রাজ্যে আসছেন নড্ডা। ভবানীপুরে দম্পতি ‘খুন’-এর পরবর্তী পরিস্থিতি ছাড়াও রঞ্জি ট্রফি ম্যাচের দিকে আজ নজর থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ০৭:০৪
Share:

ফাইল চিত্র।

আজ, মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা তৃণমূলের কর্মী সম্মেলনে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা নাগাদ এই সম্মেলনটি শুরু হওয়ার কথা।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

রাজ্যে নড্ডা

Advertisement

আজ থেকে তিন দিনের জন্য বাংলা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। রাত ৯টায় কলকাতা বিমানবন্দরে তাঁর নামার কথা।

দেশের কোভিড পরিস্থিতি

টানা ৩৪ দিন পর দেশে ফের দৈনিক করোনা সংক্রমণের হার এক শতাংশের উপরে উঠল। পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যাও ফের কিছুটা বাড়ল। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে চার হাজার ৫১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ সংক্রমণের সংখ্যা কত হয় সে দিকে নজর থাকবে।

ভবানীপুরে বৃদ্ধ দম্পতি খুনের ঘটনা

ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের একটি ফ্ল্যাট থেকে সোমবার সন্ধ্যায় উদ্ধার হয় এক দম্পত্তির রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত অশোক শাহ এবং তাঁর স্ত্রী রেশমির দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁদের খুন করা হয়েছে। ওই ঘটনার তদন্তের দিকে আজ নজর থাকবে।

গ্রাফিক: সনৎ সিংহ।

রেণু খাতুনের কব্জি কেটে নেওয়ার ফলো আপ

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে টিন কাটার বিরাট কাঁচি দিয়ে ডান হাতের কব্জি কেটে নেওয়া হয় রেণু খাতুন নামে এক মহিলার। তাঁর স্বামী শের মহম্মদ ওরফে সরিফুলের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। রেণুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কেতুগ্রাম থানার পুলিশ। আজ নজর থাকবে সেই ঘটনার দিকে।

অনলাইনে পরীক্ষার দাবি, পাল্টা দাবি ঘিরে পরিস্থিতি

অনলাইনে পরীক্ষার কথা জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। কিন্তু ছাত্রছাত্রীরা অফলাইন পরীক্ষার দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ করছে। আজ ওই পরিস্থিতির দিকে নজর থাকবে।

নূপুর শর্মার মন্তব্য বিতর্ক

বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিতর্ক তৈরি হয়েছে। যদিও তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি। কাতার-সহ বিভিন্ন দেশ বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছে। আজ এই বিষয়টির দিকে নজরে থাকবে।

তৃণমূলের কর্মসূচি

১০০ দিনের কাজের পাওনা টাকা নিয়ে তৃণমূলের কেন্দ্র বিরোধী কর্মসূচি আজ তৃতীয় দিনে পড়ল। নজর থাকবে সে দিকে।

কেকে-র মৃত্যুর ফলো আপ

সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু নিয়ে তদন্ত জারি রেখেছে পুলিশ। অন্য দিকে, এই ঘটনায় কলকাতা হাই কোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাটি শুনানির জন্য মঙ্গলবার ওঠে কি না নজর থাকবে।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল

আজ রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে। দ্বিতীয় দিনে বাংলা বনাম ঝাড়খণ্ডের খেলা রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে ওই খেলাটি শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement