Weddings

Wedding gifts: টাইটানিক জাহাজ থেকে চকোলেটের গ্রাম, বিয়ের তত্ত্বে আনুন অভিনবত্বের ছোঁয়া

বাড়িতে বসেই বেশ কয়েকটি বিষয়ে খেয়াল রাখলে আমরা নিজেরাই কিন্তু পারি তত্ত্বকে বেশ আকর্ষণীয় করে তুলতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ১২:৫৪
Share:
গোল বা চারকোনা ডালার পাশাপাশি বেছে নিতে পারেন অন্যান্য আকার যেমন ত্রিভুজ, বা বরফি আকৃতির ডালা।

গোল বা চারকোনা ডালার পাশাপাশি বেছে নিতে পারেন অন্যান্য আকার যেমন ত্রিভুজ, বা বরফি আকৃতির ডালা। ছবি— শাটারস্টক।

বাঙালির বিয়ের মধ্যে সব থেকে আকর্ষণীয় হয় তত্ত্ব। সময়ের সঙ্গে বিয়ের জাঁকজমক, রীতিনীতিতে বদল এলেও এখনও বহাল রয়েছে বাঙালির এই তত্ত্বসংস্কৃতি। গায়ে হলুদের পরই বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে চলে তত্ত্ব বিনিময়। এই তত্ত্ব পাঠানোর মাধ্যমেই চলে উভয় পক্ষের মধ্যে ঠান্ডা লড়াই। চলে সৃজনশীলতার প্রতিযোগিতা।

Advertisement

উভয় পক্ষই চায়, তাঁদের সাজানো তত্ত্বের মাধ্যমে একে অন্যের নজর কাড়তে। তত্ত্ব সাজানো এমন হবে যা দেখে নিমন্ত্রিতরা প্রশংসা করবেন। বর্তমানে অনেকেই তত্ত্ব সাজানোর কাজকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। বাড়িতে বসেও বেশ কয়েকটি বিষয়ে খেয়াল রাখলে আমরা নিজেরাই কিন্তু পারি তত্ত্বকে বেশ আকর্ষণীয় করে তুলতে। কিন্তু কী ভাবে? জেনে নিন।

১. গোল বা চারকোনা ডালার পাশাপাশি বেছে নিতে পারেন অন্যান্য আকার যেমন ত্রিভুজ, বা বরফি আকৃতির ডালা।

Advertisement

২. তত্ত্ব সাজানোর সময়ে রঙিন পুঁতির মালা বা বিভিন্ন ধরনের রঙিন পাথর ব্যবহার করতে পারেন।

 নৌকো বা মাছের আকারে শাড়ি ভাঁজ করে রাখতে পারেন ডালায়।

নৌকো বা মাছের আকারে শাড়ি ভাঁজ করে রাখতে পারেন ডালায়।

৩. তত্ত্বে দেওয়ার জন্য বেছে নিন কাতান, ভেলভেট, জামদানি বা পাতলা সিল্কের শাড়ি।

৪. কাপড় বা শাড়ির ডালা সাজানোর ক্ষেত্রে সেগুলিকে একটু অন্যরকম ভাবে ভাঁজ করে ঘট, নৌকো বা মাছের আকৃতি দিয়ে তারপর ডালায় রাখতে পারেন।

৫. প্রত্যেকটি ডালাতেই ব্যবহার করতে পারেন গোলাপের পাপড়ি বা কাগজের ফুল। ডালাগুলিকে বেশ আকর্ষণীয় দেখতে লাগবে।

৬. প্রয়োজন পড়লে একটি ডালার বদলে দুই বা তিন স্তরের ডালা বানাতে পারেন। এই ধরনের ডালা বেশ নতুনত্ব এনে দেবে তত্ত্বে।

৭. প্রত্যেক ডালার উপরে ডালার নম্বর এবং সেই ডালাটি কার জন্য, তা লিখে দিন। এক্ষেত্রে বাজার চলতি বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করতে পারেন। এতে যে পক্ষের জন্য ডালা সাজাচ্ছেন, তাদেরও বেশ সুবিধা হবে।

পালকি, ময়ূর ধানের মড়াই এর বা আকৃতির তত্ত্বসূচী সহজেই মিলবে বাজারে।

৮. পালকি, ময়ূর ধানের মড়াই এর বা আকৃতির তত্ত্বসূচী সহজেই মিলবে বাজারে। সেখানেই একটি ছোট বইয়ের আকারে নম্বর দিয়ে তৈরী করে নিতে পারেন তালিকাটি।

৯. বাড়ির খুদে সদস্যদের জন্য রকমারি চকোলেট, টফি, পুতুল ও অন্যান্য জিনিস যা ছোটদের ভাল লাগে সেগুলি দিতে পারেন।

১০. মিষ্টির পাশাপাশি তত্ত্বের তালিকায় রাখতে পারেন ফল, সব্জি এবং ড্রাই ফ্রুট।

১১. প্রত্যেকটি ডালা ভাল করে রঙিন সেলোফিন পেপার দিয়ে মুড়ে দিতে পারেন।

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement