প্রতীকী ছবি।
বাইরে অঝোরে ঝড়ছে বৃষ্টি। ভেসে যাচ্ছে রাস্তাঘাট। বাড়ির ভিতরে দরজা বন্ধ করে কাঁচের জানলার নিরাপদ দূরত্বে বসে এই দৃশ্য অনেকেই উপভোগ করেন, কিন্তু তাঁর দরজা এই সব দিনে খোলা থাকে হাট করে। খোলা থাকে রাস্তার লাগোয়া সদর দরজাটিও। যাতে বৃষ্টির সময়ে ওরা নিশ্চিন্তে ঢুকে পড়তে পারে শুকনো আর নিরাপদ আশ্রয়ে।
ওরা মানে রাস্তায় থাকা চারপেয়েরা। রোদ বৃষ্টি জলে যাদের ভরসা ওই রাস্তাটুকুই। যতই কষ্ট হোক না কেন। ভিজে রাস্তাতেই গা এলাতে হবে। হন্যে হয়ে কত আর খুঁজে বেড়াবে শুকনো আশ্রয়? তাই তাদের সেই আশ্রয় জোগান এক পশুপ্রেমী মহিলা। ইনস্টাগ্রামে নিজের সেই বন্ধুদের ভিডিয়ো আপলোড করেছিলেন তিনি। তাতে দেখা যাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আর তাঁর এক চিলতে ঘরের সোভা থেকে শুরু করে টেবলে এসে নিজের মতো ‘বিছানা’ খুঁজে নিয়েছে চারপেয়েরা।
ভিডিয়োয় ওই মহিলাকে নাম ধরে ডাকতে শোনা যাচ্ছে তাঁর বিপদে পড়া বন্ধুদের। ভিডিয়োটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই লাখোবার দেখেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা।