Viral Video

গজরাজের পথ আটকাল ক্ষুদ্র কুকুর, সঙ্গে চিৎকার! তেড়ে গেল বিরক্ত হাতিটি, তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটি হাতি। হাঁটতে হাঁটতে রাস্তার ধারের ফুটপাতে উঠে পড়ে সে। এগিয়ে যায় একটি প্রাচীরের দিকে। এমন সময় একটি পথকুকুর এসে হাতিটির পথ আটকে দাঁড়ায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১১:২৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বিশালাকার হাতির পথ আটকাল আকারে ক্ষুদ্র পথকুকুর। শুধু পথ আটকালই না, গজরাজকে দেখে চিৎকারও করতে শুরু করল একনাগাড়ে। তবে সেই চিৎকার বেশি ক্ষণ স্থায়ী হল না। রেগে গিয়ে হাতিটি তেড়ে যেতেই দে দৌড় দিল কুকুর। এ রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটি হাতি। হাঁটতে হাঁটতে রাস্তার ধারের ফুটপাতে উঠে পড়ে সে। এগিয়ে যায় একটি প্রাচীরের দিকে। এমন সময় একটি পথকুকুর এসে হাতিটির পথ আটকে দাঁড়ায়। চিৎকার শুরু করে। কুকুরটির ‘সাহস’ দেখে হাতিটি অবাক হয়ে প্রথমে তার দিকে তাকায়। কিছুটা বিরক্তও হয়। তবে বিরক্তি সীমা অতিক্রম করলে কুকুরটির দিকে তেড়ে যায় হাতিটি। হাতিটিকে তেড়ে আসতে দেখে চিৎকার থামিয়ে লেজ গুটিয়ে দৌড়তে শুরু করে পথকুকুর। তবে গজরাজও ছাড়ার পাত্র নয়। কুকুরটিকে তাড়া করতে শুরু করে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত সোমবার এক্স হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করেছেন প্রাক্তন আইএফএস অফিসার সুশান্ত নন্দ। ২১ সেকেন্ডের সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘এ যেন চাহনি দিয়ে মেরে ফেলা। হাতিটি যখন কুকুরের দিকে তেড়ে যাচ্ছে, তখন এক বার তার মুখের দিকে তাকান। কী ভয়ঙ্কর!’’ ভাইরাল সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কুকুরটির সাহস আছে বলতে হবে। না হলে হাতির পিছনে কেউ লাগতে যায়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘একেই বলে, যে গর্জায় সে বর্ষায় না। কুকুরটির অবস্থা সে রকমই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement