জংলি কুকুরকে শিকার করতে গিয়ে নিজেই তাড়া খেল চিতাবাঘটি। ছবি: ইউটিউব।
শিকার করতে গিয়ে নিজেই ‘শিকার’! এমনই ঘটল ক্ষুধার্ত এক চিতাবাঘের সঙ্গে। জংলি কুকুরকে শিকার করতে গিয়ে নিজেই তাড়া খেল চিতাবাঘটি। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সমাজমাধ্যমে প্রকাশ, দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে ঘটনাটি ঘটেছে। সেই দৃশ্য ধরা পড়েছে চিত্রগ্রাহক জন ফ্যাবিয়ানোর ক্যামেরায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, সকালে জঙ্গলের মধ্যে বিশ্রাম নিচ্ছিল কয়েকটি জংলি কুকুর। ঠিক তখনই একটি ঝোপের পিছন থেকে বেরিয়ে আসে একটি চিতাবাঘ। শিকারের উদ্দেশ্যে আস্তে আস্তে এগোতে থাকে একটি কুকুরের দিকে। চিতাবাঘটি একটি জংলি কুকুরের উপর হামলা করতে যাবে, ঠিক সেই সময় কুকুরটির ঘুম ভেঙে যায়। কুকুরটির চিৎকারে বাকি কুকুরগুলিও জেগে যায়। তারা একসঙ্গে তেড়ে যায় চিতাবাঘটির দিকে। কুকুরের তাড়া খেয়ে ওই জায়গা ছেড়ে দৌড়ে পালিয়ে যায় চিতাবাঘটি।
ইউটিউবে সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ২৮ লক্ষেরও বেশি মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়োতে অনেকে মজার মজার মন্তব্যও করেছেন।