ছবি: এক্স থেকে নেওয়া।
বরফের মধ্যে দল বেঁধে হাঁটছে বাঘ, সিংহ, ব্ল্যাক প্যান্থার এবং জাগুয়ার! এমন এক দৃশ্যকে বিরল বললেও কম বলা হয়। কিন্তু সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বরফে আবৃত একটি ঘেরা জায়গার মধ্যে ঘুরে বেড়াচ্ছে চার ‘বন্ধু’— বাঘ, সিংহ, ব্ল্যাক প্যান্থার এবং জাগুয়ার। নেতৃত্ব দিচ্ছে জাগুয়ারটি। তার ঠিক পিছনেই সিংহ। তার পরে ব্ল্যাক প্যান্থার এবং বাঘ। সার বেঁধে বরফের উপর দিয়ে শান্ত ভাবে হাঁটছে তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য ফিগেন’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ১৮ লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই ভাল ভাল মন্তব্য করেছেন। আবার বিস্ময়ও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অবিশ্বাস্য! এ রকম দৃশ্য আগে দেখেনি। প্রকৃত অর্থেই বিরল দৃশ্য।’’