Viral Video

ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আদর! স্কুটারে বসে চুমু খাচ্ছে ‘প্রেমিক-প্রেমিকা’, ভাইরাল ভিডিয়ো

চুমু খাওয়ার পর একটি বিড়াল তার সঙ্গীর গলায় মুখ ঘষতে শুরু করল। তার পর দু’জনে গলা জড়িয়ে স্কুটারের উপর বসে রইল। আদরের পর্ব মিটিয়ে দিয়ে আবার একটি বিড়াল ঘাড় ঘুরিয়ে পিছনে এক বার দেখে নিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৭:০৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্কুটার বাইরে রেখে বাড়ির ভিতর ঢুকে পড়েছেন চালক। এই সুযোগ নিয়ে স্কুটারের উপর চেপে বসে দু’টি বিড়াল। কৌতূহলের বশে নয়, বিড়াল দু’টি স্কুটারের পিছনের আসনে বসে একে অপরকে আদরে ভরিয়ে দিচ্ছে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ক্যাটসলভ১এনজিএস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি স্কুটারের পিছনের আসনে বসে রয়েছে দু’টি বিড়াল। স্কুটারে বসে একে অপরকে আদর করছে তারা। ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়েই চলেছে বিড়াল দু’টি। চুমু খাওয়ার পর একটি বিড়াল তার সঙ্গীর গলায় মুখ ঘষতে শুরু করল। তার পর দু’জনে গলা জড়িয়ে স্কুটারের উপর বসে রইল।

আদরের পর্ব মিটিয়ে দিয়ে আবার একটি বিড়াল ঘাড় ঘুরিয়ে পিছনে এক বার দেখে নিল যে, কেউ তাদের ঘনিষ্ঠ হতে দেখে ফেলেছে কি না। এই ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা দেখে সেই ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘প্রেমিক-প্রেমিকা তো চুটিয়ে প্রেম করছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement