viral video

ভারত আক্রমণ করলে কোন পোশাক পরে যুদ্ধে যাবেন, জানালেন পাক তরুণী, ভিডিয়ো দেখে হাসির তুফান

পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর চাপানউতর বৃদ্ধি পেয়েছে ভারত-পাকিস্তানের সম্পর্কে। দু’দেশই একে অপরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। এই আবহে সমাজমাধ্যমে স্বদেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানি নাগরিকেরা। কেউ বলছেন, ‘‘ভারত আমাদের কী মারবে, পাকিস্তানের সরকারের হাতেই মার খাচ্ছি আমরা।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৮:২০
Share:
Pakistani girl reveals what outfit she will wear

ছবি: সংগৃহীত।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। সিন্ধু জল চুক্তি বাতিল থেকে শুরু করে দু’দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা, এ দেশ থেকে পাকিস্তানি নাগরিকদের ফেরত যাওয়ার নির্দেশ— পর পর ঘটেছে নানা ঘটনা। এই আবহে পাকিস্তানের বেশ কয়েক জন নেতা-মন্ত্রী ভারত-বিরোধী মন্তব্য করেছেন। চাপানউতর বৃদ্ধি পেয়েছে ভারত-পাকিস্তানের সম্পর্কে। দু’দেশই একে অপরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। এই আবহে সমাজমাধ্যমে স্বদেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানি নাগরিকেরা। কেউ বলছেন, ‘‘ভারত আমাদের কী মারবে, পাকিস্তানের সরকারের হাতেই মার খাচ্ছি আমরা।’’ এই অবস্থায় যুদ্ধের কথা ওঠায় সেই প্রসঙ্গে নিজের দেশকে নিয়ে মজা করে ভিডিয়ো তৈরি করলেন এক পাক তরুণী। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ফেসবুকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে তিনি কী কী পোশাক পরতে চান অনেকেই এটা তাঁর কাছে জানতে চেয়েছেন। ভিডিয়োয় হাতে কয়েকটি পোশাক নিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছেন তিনি। একটি ফুলছাপ কুর্তি দেখিয়ে বলেন, ভারত আক্রমণ করলে তিনি এই পোশাকটি পরবেন যাতে সহজেই ফুলগাছের আড়ালে গা-ঢাকা দিতে পারেন। মজা করে তিনি ভিডিয়োয় বলেছেন, ‘‘এতে ভারতীয় সৈন্যরা তাঁকে ফুল ভেবে দয়াপরবশ হয়ে প্রাণে মারতে পারবেন না।’’ এর পর একটি কালো পোশাক দেখিয়ে তিনি জানান, পাকিস্তান হারলে তিনি এই পোশাকটি পরবেন। কারণ তখন পাকিস্তানে জলও থাকবে না, সম্মানও থাকবে না। তাই সে দিনের জন্য এই পোশাকটি যথাযথ হবে বলে তিনি মনে করছেন। কোনও ক্রমে যদি পাকিস্তান জিতেও যায়, তবে তিনি একটি সাদা রঙের পোশাক পরবেন বলে স্থির করেছেন।

‘মিলিটারি লাভার’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োটি দেখে হেসে কুটিপাটি নেটাগরিকেরা। অনেকেই এই ভিডিয়ো দেখে তাঁকে ‘সুন্দরী কিন্তু বোকা’ বলে মন্তব্য করেছেন। ভিডিয়োটিতে প্রায় সাড়ে পাঁচ হাজার লাইক জমা পড়েছে। প্রচুর মন্তব্য জমা পড়েছে ভিডিয়োয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement