viral video

বাগে পেয়ে পশুরাজকে নিয়ে লোফালুফি খেলল এক দল মহিষ! শিঙের খোঁচায় রক্তাক্ত বি‌শাল সিংহ

সিংহকে বাগে পেয়ে শিং দিয়ে গুঁতোতে থাকে মহিষগুলি। নিজেদের প্রাণ বাঁচাতে শিং দিয়ে গুঁতো মেরে মাটিতে আছড়ে ফেলল সিংহটিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৭
Share:
Video of buffalo herd attacks lion and it is injured by buffaloes went viral

ছবি: এক্স থেকে নেওয়া।

শিকার করতে গিয়ে কখনও কখনও ফ্যাসাদে পড়ে যায় শিকারিও। দলগত আক্রমণের মুখে পড়ে নাকাল হতে হয় বনের সবচেয়ে শক্তিশালী পশুকেও। এ যেন প্রকৃতির এক মধুর প্রতিশোধ। খাদকও কখনও-সখনও খাদ্যের হাতে পর্যদুস্ত হয়। সেই রকমই এক দৃশ্য উঠে এসেছে একটি ভিডিয়োয়। একসঙ্গে অনেক শিকারকে পেয়ে ঝোপের আড়াল থেকে এগিয়ে যাচ্ছিল বিশাল এক সিংহ। আর সেখানেই যে বিপদ ঘাপটি মেরে বসে আছে তা আন্দাজ করতে পারেনি বনের রাজা।

Advertisement

একপাল মহিষ। মাথায় ছুঁচোলো বাঁকা শিং। তাদের একটিকে কব্জা করতে গিয়ে ফাঁদে পড়ল সিংহ। বাইসনের দলের মাঝখানে পড়ে প্রাণটাই খোয়াতে বসল সিংহ। ‘ওয়াইল্ডলাইফ ডট নেচার১’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে সিংহকে বাগে পেয়ে শিং দিয়ে গুঁতোতে থাকে মহিষগুলি। নিজেদের প্রাণ বাঁচাতে শিং দিয়ে গুঁতো মেরে মাটিতে আছড়ে ফেলে সিংহটিকে। সিংহটি পাল্টা আক্রমণ করতেই আবারও শিঙের গুঁতোয় তাকে নিয়ে শূন্যে লোফালুফি খেলে তৃণভোজী প্রাণী গুলি। শিকারের কাছে জব্দ হয়ে লেজ গুটিয়ে পালাতে গিয়েও নিস্তার মিলল না পশুরাজের। একটি গাছের নীচে ঝোপের আড়ালে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সিংহটিকে চারদিক থেকে ঘিরে ধরে বাইসনের দলটি। একটি মহিষ এগিয়ে গিয়ে শিং দিয়ে আঘাত করতে থাকে সিংহটিকে।

ভিডিয়োর শেষে দেখা যায় আহত ও রক্তাক্ত সিংহটি মাটিতে শুয়ে রয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement