viral video

কনের ওড়না সেজে উঠল থাবার ছাপে, আংটি বয়ে নিয়ে এল চারপেয়েরাই! বিয়ের ভিডিয়ো ভাইরাল

জীবনের সবচেয়ে দামি মুহূর্তকে এই অবোলা প্রাণীদের জন্য উৎসর্গ করতে চেয়েছেন পাত্রী নিজে। সেই বিয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৯
Share:
wedding where groom vows to protect animal

ছবি: সংগৃহীত।

এ একেবারই অন্য স্বাদের বিয়ে। এই বিয়ের অতিথি মূলত চারপেয়েরাই। মূল আকর্ষণও বটে। দেহরাদূনের মুগ্ধা খাত্রি নিজের বিয়েটা সেরেছেন একটু ভিন্ন ভাবেই। বিয়েতে কনের পোশাক থেকে শুরু করে আংটি বহনের দায়িত্ব— সবই ছিল পথ থেকে তুলে আনা পঙ্গু কুকুরদের উপরেই । নিজের জীবনের সবচেয়ে দামি মুহূর্তকে এই অবোলা প্রাণীদের জন্য উৎসর্গ করতে চেয়েছেন পাত্রী নিজে। সেই বিয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও । ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বিয়ের আয়োজন চলছে পুরোমাত্রায়। হবু কনের বিয়ের ওড়না তৈরি হচ্ছে কুকুরের পায়ের ছাপ দিয়ে। রঙে তাদের থাবা চুবিয়ে সেই ছাপ দেওয়া হয়েছে সাদা রঙের ওড়নায়। কনের সাজে মুগ্ধা উপস্থিত হওয়ার পর দেখা গিয়েছে, তাঁর মাথায় যে লাল রঙের ওড়নাটি রয়েছে তাতে প্রাণীদের রক্ষা করার শপথবাক্য জরি দিয়ে নকশা করা আছে। কনের হাতের চুড়িতেও রয়েছে প্রিয় পোষ্যদের ছোঁয়া। বিয়েতে কনের আংটি বয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল মুগ্ধার প্রথম উদ্ধার করে আনা একটি কুকুরকে । নাম টারজান। বরের আংটি বহন করেছিল তাঁদের পোষা কুকুর লুনা। তাকে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। বিয়েতে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এরাই।

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়়িয়ে অনেকেই মুগ্ধার এই পদক্ষেপের প্রশংসা করেছেন, তাঁদের অনেকেরই ধারণা, বিয়ের কনে সমাজে একটি উদাহরণ স্থাপন করেছেন। ভিডিয়োটি এখন পর্যন্ত ৪ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। কয়েক হাজার লাইক পেয়েছে ভিডিয়োটি।।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement