viral video

শিকারিকে পাত্তা দিল না ভালুক! ধেয়ে এসে টুঁটি ধরে টেনে নিয়ে গেল রনথম্ভোরের শঙ্কর

ভালুকের নখের আঁচড়কে রীতিমতো ভয়ই পায় কমবেশি সব প্রাণী। তবে খিদের জ্বালার থেকে বড় কিছু বোধহয় নেই। তাই প্রাণের মায়া ত্যাগ করেই এক ভালুককেই শিকার করে বসল রণথম্ভোর জাতীয় উদ্যানের বাঘ শঙ্কর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০০
Share:
tiger hunting a sloth bear in Ranthambhore

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

জঙ্গলের দুনিয়ায় সবচেয়ে হুঁশিয়ার শিকারি বলে ধরা হয় বাঘকে। সব প্রাণীই তাকে এড়িয়ে চলতে ভালবাসে। নিজের রাজত্বে দখলদারি বজায় রাখতে বড় ব়ড় প্রাণীর সঙ্গে লড়াই করলেও ভালুককে এড়িয়ে চলে বাঘেরা। ভালুকের নখের আঁচড়কে রীতিমতো ভয়ই পায় কমবেশি সব প্রাণী। তবে খিদের জ্বালার থেকে বড় কিছু বোধহয় নেই। তাই প্রাণের মায়া ত্যাগ করেই এক ভালুককেই শিকার করে বসল রণথম্ভোর জাতীয় উদ্যানের বাঘ ‘শঙ্কর’। সম্প্রতি সেই অদ্ভুত শিকারের একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়োটি নজর কেড়েছে সমাজমাধ্যমে, ভাইরাল হয়েছে সেটি।

Advertisement

‘টাইগার ডায়েরিজ়’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। রণথম্ভোরের জঙ্গলে একটি ভালুক ঘুরে বেড়াচ্ছিল। আশপাশেই বিশ্রাম নিচ্ছিল শঙ্কর নামের বাঘটি। ভালুককে দেখেই গা-ঝাড়া দিয়ে উঠে বসল শার্দুলটি। ধীর পায়ে ছুটতে শুরু করল ভালুককে লক্ষ্য করে। ভালুকটিও কল্পনা করতে পারেনি যে বাঘটি তাকে লক্ষ্য করে ছুটে আসতে পারে। ভালুকটি একবার পিছু ফিরে দেখেও আন্দাজ করে উঠতে পারেনি যে বাঘের শিকার হতে চলেছে সে-ই। প্রচণ্ড বেগে ধেয়ে এসে ভালুকের টুঁটি টিপে ধরে শঙ্কর। চোয়ালের জোরে কাছে হার মেনে যায় ভালুকের সমস্ত প্রতিরোধই। ভালুকের দেহ টেনে জঙ্গলের গভীরে নিয়ে যায় বাঘটি।

ভিডিয়োটি ২০২৪ সালে পোস্ট করা। বাঘের শিকারের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। অনেকেই মন্তব্য করেছেন, বাঘের অন্যান্য শিকার করার দৃশ্য দেখা গেলেও ভালুককে তাড়া করে আক্রমণ করার দৃশ্য সত্যিই বিরল। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ৩৫ হাজারেরও বেশি মানুষ এই ভিডিয়োয় লাইক করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement