viral video

সুড়ঙ্গে বিকল গাড়ি সারাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ভীমবেগে ছুটে আসা গাড়ির ধাক্কায় উড়লেন তরুণ!

সুড়ঙ্গের মধ্যে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় রাস্তার মাঝে দাঁড়িয়েই গাড়ির বনেট খুলে মেরামতি শুরু করলেন এক তরুণ। গাড়িটি মাঝপথে থাকায় একের পর এক গাড়ি সেটিকে পাশ কাটিয়ে চলে যেতে থাকল। বেশ কয়েকটি গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে গেল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৮:৩২
Share:
car accident in a tunnel

ছবি: এক্স থেকে নেওয়া।

মাঝরাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল এক ব্যক্তির। সুযোগ হয়নি গাড়িটিকে রাস্তার ধারে সরিয়ে নিয়ে যাওয়ার। তাই তিনি রাস্তার মাঝে দাঁড়িয়েই গাড়ির বনেট খুলে মেরামতি শুরু করলেন। এই সিদ্ধান্ত যে কত বড় ভুল ছিল তা কয়েক মিনিটের মধ্যেই টের পেলেন সেই তরুণ। প্রবল গতিতে ছুটে আসা এক গাড়ি ধাক্কা দিল তাঁর গাড়িতে। গাড়িসমেত কয়েক ফুট দূরে গিয়ে ছিটকে পড়লেন তরুণ। ভয়াবহ দুর্ঘটনার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো কবে কোথায় তোলা হয়েছে সেই অবস্থান স্পষ্ট নয়। তবে প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

‘আর রিল্‌স’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সুড়ঙ্গের ঠিক মাঝখানে গাড়ি থামিয়ে তা মেরামতের চেষ্টা করছেন এক তরুণ। ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। গাড়িটি মাঝপথে দাঁড়িয়ে থাকায় একের পর এক গাড়ি সেটিকে পাশ কাটিয়ে চলে যেতে থাকল। বেশ কয়েকটি গাড়িকে দ্রুত গতিতে বেরিয়ে যেতে দেখা গেল। ভিডিয়োর প্রথম দিকে গাড়িগুলিকে ছুটে আসতে দেখে মনে হতে পারে এই বুঝি ধাক্কা লাগল। কয়েক মুহূর্তের মধ্যেই একটি সাদা রঙের এসইউভিকে ছুটে আসতে দেখা গেল। অন্য একটি গাড়িকে টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই সজোরে ধাক্কা মারল দাঁড়িয়ে থাকা গাড়িটিকে। গাড়ি-সহ তরুণ দূরে ছিটকে পড়লেন। এখানেই ভিডিয়োটি শেষ হয়ে গেল। তরুণের শেষ পর্যন্ত কী হল তা জানা যায়নি ভিডিয়ো থেকে।

দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ১৪ এপ্রিল পোস্ট করা এই ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ১ কোটি ১৫ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বিপদ ডেকে এনেছেন তরুণ।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘যে গাড়িটি ধাক্কা মেরে গেল তার চালক কি অন্ধ?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement