ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
হাতে মোবাইল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন এক তরুণী। হঠাৎ এক তরুণ ছুটে এসে তরুণীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালাতে গেলেন। কিন্তু পালাতে আর পারলেন না তিনি। তরুণীর হাতে ধরা পড়লেন তিনি। তার পর মাঝরাস্তায় সেই মোবাইলচোরকে উত্তম-মধ্যম দিলেন তরুণী। রাস্তায় জড়ো হয়ে গেলেন অনেকে। সকলের সামনে কান ধরে ওঠবোস করলেন সেই তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চুলের মুঠি ধরে এক জন তরুণকে বেধড়ক মারছেন এক তরুণী। অনবরত চড়-থাপ্পড় মেরে চলেছেন সেই তরুণকে। মাঝরাস্তায় তাঁদের ঘিরে লোকজন জড়ো হয়ে গেল।
ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে এক ব্যক্তিও সেই তরুণকে মারধর করতে থাকলেন। পরে সকলের সামনে কান ধরে ওঠবোস করলেন সেই তরুণ। ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরে ঘটেছে। তরুণীর অভিযোগ, তাঁর ফোন চুরি করে পালাচ্ছিলেন সেই তরুণ। হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পর তাঁকে মারধর করেছেন তরুণী। তরুণীর মার খাওয়ার পর চুরি করা মোবাইল ফেরত দিয়ে দিলেন সেই তরুণ। সকলের সামনে তরুণীর কাছে ক্ষমাও চাইলেন তিনি।