viral video

স্বল্প পোশাকে বিমানযাত্রা, তরুণীকে ‘ঘাড়ধাক্কা’ দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগ পুরুষ বিমানকর্মীর বিরুদ্ধে

পুরুষ কর্মীরা তাঁদের দু’জনকেই গায়ে গরম পোশাক চাপানোর নির্দেশ না মানায় বিমান থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৩:২২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

স্বল্প পোশাকে বিমানে ওঠার ‘শাস্তি’ পেতে হল দুই তরুণীকে। এই ‘অপরাধে’ বিমান থেকে রীতিমতো ঘাড়ধাক্কা দিয়ে নামানোর অভিযোগ তুলেছেন আমেরিকার বাসিন্দা এক তরুণী। সমাজমাধ্যম এক্সের পাতায় কলিন রুজ় নামের এক ব্যক্তি নিজের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে এক তরুণী বিমান সংস্থার পুরুষকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছেন। সংবাদমাধ্যমের তথ্য বলছে, অভিযোগকারী দুই তরুণীর নাম তারা ও তেরেসা। ভিডিয়োটি পোস্ট হতেই সমাজমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

তাঁকে ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে তিনি ও তাঁর বন্ধু স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমানে উঠেছিলেন। স্পিরিট এয়ারলাইন্সের বিমানটি যা লস অ্যাঞ্জেলস থেকে নিউ অরলিয়্যান্স যাচ্ছিল। দু’জনেই ক্রপ টপ পরে বিমানে চাপেন। তাঁদের দাবি, বিমানের পুরুষকর্মীরা তাঁদের দু’জনকেই গায়ে গরম পোশাক চাপাতে বলেন। সেই নির্দেশ না মানতে চাওয়ায় তাঁদের জোর করেই বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে ভিডিয়োয় অভিযোগ করেছেন ওই তরুণী। তাঁর দাবি, ‘‘ক্রপ টপ পরার কারণে আমাদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হয়। এটা একটি অমানবিক অভিজ্ঞতা।’’ এর ফলে তাঁদের ও অন্যদের সময় এবং অর্থের অপচয় হয়েছে বলে দাবি করেছেন তেরেসা নামের ওই তরুণী। তবে দুই তরুণীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার দৃশ্য ভিডিয়োটিতে দেখা যায়নি। তাই এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement