River

‘নদী আপন বেগে...’, কী ভাবে চলে, কী ভাবে তৈরি হয়, নদী সৃষ্টির ভিডিয়ো ভাইরাল

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৯:২২
Share:

প্রতীকী ছবি।

প্রকৃতির অনেক সৃষ্টিই কী ভাবে হয় তা আমরা জানি। আবার অনেক কিছুই কী ভাবে তৈরি হয় বা হয়েছে, তা আমাদের জানা নেই। চোখের সামনে কোনও পাহাড় তৈরি হতে কি দেখেছে কেউ, কিংবা কোনও নদী কী ভাবে সৃষ্টি হয়, তা কি আমরা জানি? টুইটারে ভাইরাল একটি ভিডিয়ো তেমনই এক বিরল দৃশ্য দেখার সুযোগ করে দিল।

Advertisement

ভিডিয়োয় একটি নদীকে চোখের সামনে সৃষ্টি হতে দেখা যাচ্ছে। খটখটে শুকনো পাথুরে নদী খাতে ধীরে ধীরে ভরে যাচ্ছে জল। সেই জল কী ভাবে এল কী ভাবে একটা নদী তৈরি করে ফেলল তা ওই ভিডিয়ো পোস্ট করে দেখিয়েছেন ভারতের এক আইএফএস অফিসার। নাম প্রবীন কাসওয়ান।

সমাজমাধ্যমে সক্রিয় প্রবীন মাঝে মধ্যেই নানারকম ভিডিয়ো পোস্ট করেন টুইটারে। সেই সব ভিডিয়ো পছন্দও করেন অনেকে। তবে এই ভিডিয়োটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। বিবরণে আইএফএস অফিসার লিখেছেন, ‘‘এই ভাবেই নদী সৃষ্টি হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement