কুমিরের সঙ্গে হাতির লড়াইয়ের ভিডিয়োতে মজেছেন অনেকেই। প্রতীকী ছবি।
সন্তানকে সবচেয়ে বেশি আগলে রাখতে পারেন তো মা-ই। সন্তানের রক্ষাকর্তা হিসাবে এই পৃথিবীতে মায়ের বিকল্প কেউ নেই। এর আরও এক প্রমাণ পাওয়া গেল। ঠিক যে ভাবে বিপদের সময় সন্তানকে আগলে রাখল একটি হাতি।
জঙ্গলে ঘেরা চারপাশ। মধ্যিখানে ছোট একটা পুকুর। জল অবশ্য ঘোলাটে। আকাশে তখন চড়া রোদ। গরমে হাঁসফাঁস অবস্থায় জলকেলি করতে তখন ব্যস্ত সে। সঙ্গে রয়েছে তার মা। জলে তখন গা এলিয়ে দিয়েছে সন্তান। এমন সময়ই ঘটল সেই অঘটন।
বিপদ কি আর বলেকয়ে আসে! সন্তানকে নিয়ে পুকুরের জলে একান্তে সময় কাটানোর সময় আচমকাই হানা দিল একটি কুমির। তার পর?
দেখা মাত্রই শুঁড় উঁচিয়ে লাথি মেরে কুমিরটিকে ঠেলে ফেলল হাতিটি। হাতির লাথিতে তখন কোনও রকমে প্রাণ বাঁচিয়ে জল ছেড়ে ডাঙায় উঠে পালাল কুমিরটি। সন্তানের গায়ে একটা আঁচও কাটতে দিল না হাতিটি। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
বৃহস্পতিবার ভিডিয়োটি টুইট করেছেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। ভিডিয়োটি ঘিরে মজেছেন অনেকেই।