প্রতীকী ছবি।
ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার খুললেই ইদানীং নানারকম অদ্ভুত খাবারের পোস্ট দেখা যায়। কখনও খাবারের উপকরণ সাধারণের বেড়া মানে না। কখনও খাবার বানানোর প্রক্রিয়া দেখলে বিস্ময় জাগে। সম্প্রতি তেমনই একটি পোস্ট নেটাগরিকদের আকর্ষণের কেন্দ্রে। সেই পোস্টে দেখা যাচ্ছে, পিৎজা তৈরির একটি ময়দার লেচিকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন এক বিক্রেতা। কিন্তু সেটি উড়ে চলে না গিয়ে আবার ফিরে আসছে তাঁর হাতে।
ঠিক যেন বুমেরাং! তফাৎ এই যে বুমেরাং ব্যবহার করা হয় অস্ত্র হিসাবে। আর এই ময়দার লেচি দিয়ে তৈরি হবে সুস্বাদু পিৎজা। টুইটারে ওই পিৎজা বিক্রেতার একটি ভিডিয়ো পোস্ট করে এক ব্যক্তি লিখেছিলেন, ‘‘নিজের কাজের জন্য গর্ব হওয়া উচিত তোমার।’’ সেই পোস্ট ভাইরাল হয়েছে। বাইশ লক্ষ মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেই ভিডিয়ো। তবে এই ভিডিয়ো দেখে বিস্মিত হওয়ার পাশাপাশি, এক দল নেটাগরিককে কটাক্ষ করতেও দেখা গিয়েছে।
ওই নেটাগরিকরা প্রশ্ন তুলেছেন, ‘‘কেন?’’ একটি পিৎজার লেচিকে এত কাণ্ড করে কেন বানাতে হবে? প্রশ্ন তাঁদের। কেউ বা বলেছেন, ‘‘লেচিটা ফিরে এলো ঠিকই, কিন্তু বাতাস থেকে সঙ্গে কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ে এল।’’ আবার কেউ বলেছে, ‘‘এর মধ্যে কিছু মথও আটকে থাকবে নিশ্চয়ই।’’