Viral Video

এক মিনিটে ন’টি টম্যাটো! চোখ বাঁধা অবস্থায় সব্জি কেটে নজির গড়লেন ‘সিক্স প্যাক শেফ’

তরুণের নাম ওয়ালাস উয়ং। কানাডার বাসিন্দা তিনি। পেশায় রন্ধনশিল্পী ওয়ালাস। শরীরচর্চা করেন বলে ‘সিক্স প্যাক শেফ’ নামেও পরিচিত তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১৪:৫৮
Share:
‘Six pack chef’ cuts nine tomatoes within one minute, makes world record

ছবি: সংগৃহীত।

চোখ কালো কাপড় দিয়ে বাঁধা। সামনে রাখা সব্জি কাটার চপিং বোর্ড। সেই বোর্ডের উপরেই একের পর এক টম্যাটো কেটে চলেছেন তরুণ। চোখ বাঁধা অবস্থায় এক মিনিটে ন’টি টম্যাটো কেটে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ নাম লিখিয়েছেন তিনি।

Advertisement

তরুণের নাম ওয়ালাস উয়ং। কানাডার বাসিন্দা তিনি। পেশায় রন্ধনশিল্পী ওয়ালাস। শরীরচর্চা করেন বলে ‘সিক্স প্যাক শেফ’ নামে অধিক পরিচিত তিনি। এক মিনিটের মধ্যে চোখ বাঁধা অবস্থায় সমান টুকরোয় আটটি টম্যাটো কাটতে হবে— এমন চ্যালেঞ্জ নিয়েছিলেন ওয়ালাস। এক মিনিটের মধ্যে ন’টি টম্যাটো কেটেছিলেন তিনি। কিন্তু এক মিনিটের মধ্যে পাঁচটি টম্যাটো সমান মাপে কাটলেও চারটি সমান ভাবে কাটতে পারেননি তিনি।

ওয়ালাসের টম্যাটো কাটার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ভিডিয়োটি দেখে রন্ধনশিল্পীর দক্ষতার প্রশংসা করেছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। তবে কেউ কেউ তাঁকে নিয়ে মজাও করেছেন। এক নেটব্যবহারকারীর কথায়, ‘‘রোলের দোকানে কাজ করেন এমন অনন্ত ১০ জনকে চিনি যাঁরা এর চেয়েও তাড়াতাড়ি সব্জি কাটতে পারেন।’’ আবার অন্য এক নেটব্যবহারকারীর দাবি, ‘‘ভারতের অলিগলিতে এমন রন্ধনশিল্পী পাওয়া যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement