Bizarre

ঘুমটাই আসল! লোকাল ট্রেনের বাঙ্কে উঠে সটান শুয়ে পড়লেন তরুণ, ছবি ভাইরাল হতেই হাসাহাসি নেটপাড়ায়

লোকাল ট্রেনে তেমন ভিড় ছিল না। বসার জায়গাও ফাঁকা ছিল। কিন্তু বসে বসে কি আর ঘুম হয়! তাই বিশ্রামের জন্য অভিনব উপায় বার করলেন তরুণ যাত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৮
Share:

ছবি: সংগৃহীত।

লোকাল ট্রেনে উঠে আসন ফাঁকা রয়েছে কি না তা নিয়ে কোনও হেলদোলই দেখালেন না এক তরুণ। এক লাফে মালপত্র রাখার বাঙ্কে উঠে পড়লেন তিনি। তার পর পা লম্বা করে সেখানে শুয়ে দিলেন দেদার ঘুম। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ছবি ঘোরাফেরা করতে শুরু করেছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আর/মুম্বই’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে যে, এক জন তরুণ ট্রেনের বাঙ্কে উঠে দিব্যি ঘুমোচ্ছেন। আশপাশের কোলাহল নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই তাঁর। এই ঘটনাটি সম্প্রতি মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে ঘটেছে। ট্রেনে উঠে সফর করবেন তরুণ। অন্য দিকে, বিশ্রামেরও প্রয়োজন তাঁর। লোকাল ট্রেনে তেমন ভিড় ছিল না। বসার জায়গাও ফাঁকা ছিল।

কিন্তু বসে বসে কি আর ঘুম হয়! তাই বিশ্রামের জন্য অভিনব উপায় বার করলেন তরুণ যাত্রী। লোকাল ট্রেনে মালপত্র রাখার বাঙ্কে লাফিয়ে উঠে পড়লেন তিনি। তার পর সটান শুয়ে পড়লেন সেখানেই। কিছু ক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন তরুণ। তাঁর কাণ্ডকারখানা দেখে হেসে কুটিকুটি হয়ে গেলেন অন্য সহযাত্রীরা।

Advertisement

তবে, তরুণের ঘুম ভাঙানোর সাহস কেউ দেখালেন না। ছবিটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘ঘুমই তো জীবনের মূল কথা। ঘুম না হলে কি জীবনে শান্তি থাকে? তরুণ একেবারে উপযুক্ত পথ বেছে নিয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement