Viral Video

টাকার অভাব পূরণ করল বন্ধুত্বের বন্ধন! সব ছাত্র মিলে বন্ধুর জন্য তুলল পিকনিকের খরচ

বন্ধুকে সঙ্গে করে পিকনিকে নিয়ে যাওয়ার দায়িত্ব নিল ক্লাসের অন্য খুদেরা। তারাই সকলে মিলে টাকা দিয়ে বন্ধুর পিকনিকে যাওয়ার খরচাপাতির আয়োজন করল। ক্লাসের অন্য বন্ধুদের এই সহানুভূতিশীল আচরণ দেখে কেঁদে ভাসাল অসহায় বন্ধু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৮
Share:
Nepal students collect money for classmate’s school picnic trip, heart-warming video goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

পয়সার অভাবে বন্ধু স্কুলের পিকনিকে যেতে পারছে না। কিন্তু ক্লাসের সবাই যাবে, এক জন যাবে না, তা কী করে হয়! বন্ধুকে পিকনিকে নিয়ে যাওয়ার দায়িত্ব নিল ক্লাসের অন্য খুদেরা। তারাই সকলে মিলে টাকা দিয়ে বন্ধুর পিকনিকে যাওয়ার খরচ জোগাড় করল। ক্লাসের বন্ধুদের এই সহানুভূতিশীল আচরণ দেখে কেঁদে ভাসাল অসহায় বন্ধু। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। আনন্দবাজার অনলাইনের হাতেও সেই ভিডিয়োটি এসেছে। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে নেপালের একটি স্কুলে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্লাসরুমের মধ্যে আলোচনায় মত্ত আট-নয় বছর বয়সের বালকেরা। ক্লাসে উপস্থিত শিক্ষিকা তাদের জিজ্ঞাসা করলেন সবাই এক জায়গায় জটলা বেঁধে কী করছে। তারা জানাল, তাদের বন্ধু প্রিন্স টাকার অভাবে তাদের সঙ্গে পিকনিকে যেতে পারছে না, তাই তারা সকলে মিলে প্রিন্সের পিকনিকে যাওয়ার টাকা সংগ্রহ করছে। শিক্ষিকা তখন তাদের টাকা সংগ্রহ করতে বারণ করলেন। তিনি জানালেন, প্রিন্সের পিকনিকে যাওয়ার টাকা তিনি নিজেই দিয়ে দেবেন। ছাত্রদের ওই টাকা সংগ্রহ করতে হবে না। কিন্তু নাছোড়বান্দা ছাত্রদল তাঁর কথা মানতে নারাজ।

খুদেদের বক্তব্য, শিক্ষিকার দেওয়া টাকায় প্রিন্স পিকনিকে যেতে পারে না। প্রিন্স তাদের বন্ধু, তাই বন্ধুর প্রয়োজনে অন্য বন্ধুরাই পাশে দাঁড়াবে। প্রিন্সের পিকনিকে যাওয়ার জন্য প্রয়োজনীয় টাকা তারা নিজেরাই জোগাড় করে দেবে। ছোটদের বড় মনের পরিচয় পেয়ে শিক্ষিকা তাদের কথায় সায় দিলেন। খুদেরা তাদের সংগৃহীত সমস্ত টাকা শিক্ষিকার হাতে তুলে দিল।

Advertisement

প্রকৃত বন্ধুলাভের আনন্দে অসহায় প্রিন্সের চোখের কোনা জলে ভরে উঠল। বন্ধুরা প্রিন্সকে জড়িয়ে ধরল। শিক্ষিকাও সেই আনন্দে যোগ দিলেন । প্রিন্সের হাতে সমস্ত টাকা দিয়ে তিনি তাকে বললেন, সে যেন সব টাকা মাকে দেয় । প্রিন্সের মাকে শিক্ষিকা জানিয়ে দিলেন, এটা প্রিন্সের পিকনিকে যাওয়ার টাকা, তিনি যেন সেই টাকা স্কুলে জমা করে দেন। সেই মন ভাল করা ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘রিয়াললাইফহিরোজ়.১৩’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। ভিডিয়োটিতে ইতিমধ্যে প্রায় ৩ লক্ষ নেটাগরিক ভালবাসা এঁকে দিয়েছেন। নিখাদ বন্ধুত্বের এই গল্প নেটাগরিকদের মনে দাগ কেটেছে। নেটাগরিকদের একাংশ বাচ্চাদের নিষ্পাপ মনের প্রশংসা করেছেন। এক জন নেটাগরিক এই ধরনের বন্ধু কোথায় গেলে পাবেন, জানতে চেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement