ছবি: এক্স (সাবেক টুইটার)।
নিখোঁজ জিনিসের খোঁজ পেতে পুলিশের কাছে যাওয়াই দস্তুর। এক তরুণী সম্প্রতি তাঁর হারিয়ে যাওয়া জিনিসের খোঁজে মুম্বই পুলিশের কাছে যাওয়ার কথা জানিয়েছিলেন। তবে যে জিনিসটি পুলিশকে খুঁজে দিতে হবে তাকে খুুঁজে পাওয়া সোজা নয়। কারণ তরুণী জানিয়েছে, তাঁর জীবন থেকে ‘শান্তি’ হারিয়ে গিয়েছে।
রোমান হরফে হিন্দি ভাষায় ওই তরুণী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘থানায় যাচ্ছি, কারণ শান্তি হারিয়ে গিয়েছে আমার।’’ পোস্টটিটে মুম্বইপুলিশের দৃষ্টি আকর্ষণ করতে তাদের ট্যাগও করেছিলেন তিনি। পুলিশের কাছ থেকে অবশ্য জবাব আসে এক ঘণ্টার মধ্যেই।
মঙ্গলবার বেলা ১১টা ৫৬ মিনিটে ওই পোস্টটি করেছিলেন তরুণী। মুম্বই পুলিশের জবাব আসে দুপুর ১২টা ৪০ মিনিটে। অর্থাৎ ৪৪ মিনিটের মধ্যে পুলিশ ওই পোস্ট দেখে তার জবাব দিয়েছে। আর জবাবে তারা যা লিখেছে, তা দেখে মজা পেয়েছেন নেটাগরিকেরা। পোস্টটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
মুম্বই পুলিশ হিন্দি সিনেমার নাম ব্যবহার করে ওই তরুণীকে দেওয়া জবাবে লিখেছে, ‘‘আমরাও অনেকেই শান্তি বা ‘সুকুন’ এর ‘তলাশ’ অর্থাৎ খোঁজে রয়েছি। এ ব্যাপারে আমাদের উপর আপনার ভরসা বা ‘অ্যায়তবার’ দেখে আমরা খুশি। আমরা নিশ্চিত আপনি যা খুঁজছেন তা আপনার নিজের আত্না বা ‘রুহ’-এর কাছেই পাবেন। এ ছা়ড়া আর কোনও দরকারে আপনি ‘বেশক’ বা কোনও সন্দেহ না রেখেই আমাদের শরণাপন্ন হতে পারেন।’’