Cat Recued by Monkey

বিপদের বন্ধু, আটকে পড়া বিড়াল ছানাকে বাঁচালো নাছোড় বাঁদর

পাঁকে আটকে পড়েছিল একটি বিড়ালছানা। চার পাশে উচু ঘেরাটোপ পেরিয়ে বাইরে বেরোতেও পারছিল না সে। ব্যাপারটা খেয়াল করে তাকে বাঁচাতে আসে এক বাঁদর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ২৩:৪৬
Share:
Monkey rescuing a cat

পাঁকে আটকে পড়া বিড়ালছানাকে উদ্ধার করছে বাঁদর। ছবি: টুইটার।

আসল বন্ধুকে পাশে পাওয়া যায় বিপদের দিনেই। তবে আশপাশে তেমন বন্ধু খুঁজে পাওয়া ভার। বিপদে পড়লে নিজের পিঠ বাঁচাতেই ব্যাস্ত হয়ে পড়ে সবাই। এক বাঁদর আর বিড়াল ছানার ভিডিয়ো অবশ্য একটু অন্য শিক্ষা দিয়ে গেল।

Advertisement

পাঁকে আটকে পড়েছিল একটি বিড়ালছানা। চার পাশে উচু ঘেরাটোপ পেরিয়ে বাইরে বেরোতেও পারছিল না সে। ব্যাপারটা খেয়াল করে তাকে বাঁচাতে আসে এক বাঁদর। উঁচু পাঁচিল টপকে সহজেই আটকে পড়া বিড়ালছানার কাছে পৌঁছে গেলেও সেখানে থেকে আর বিড়ালটিকে উদ্ধার করতে পারে না সে। বহু চেষ্টা করেও বিড়ালটিকে কোলে নিয়ে লাফ দিয়ে বাইরে বেরনো সম্ভব হয় না তার পক্ষে। শেষে দেখা যায় এক তরুণী এসে উদ্ধার করছে বিড়ালটিকে।

ভিডিয়োটি পোস্ট হওয়ার পর থেকে কয়েক লক্ষ বার দেখা হর গিয়েছে। নেরগরিকেরা অনেকেই জানিয়েছেন, ভিডিয়োটি এক লহমায় মন ভালো করে দেওয়ার মতো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement