ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাথায় গামছা বেঁধে রয়েছেন। টি-শার্টের সঙ্গে লুঙ্গি পরে রয়েছেন তরুণ। কিন্তু লুঙ্গিটা অনেকটাই উঁচু করে পরা। কারণ, ‘ফিটনেস’-এর প্রমাণ দিতে শরীরচর্চা করবেন তিনি। পায়ে লুঙ্গি পেঁচিয়ে যেন কোনও অঘটন না ঘটে, তাই লুঙ্গিটি উঁচু করে তুলে নিয়েছেন তিনি। এমন ভাবেই সোজা উঠে পড়লেন মহিষের পিঠে। তার পর শুরু করলেন ‘পুশ-আপ’। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ইন্ডিয়ানরেয়ারক্লিপ্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিষের পিঠে চড়েছেন এক জন তরুণ। শুধু তা-ই নয়, মহিষের পিঠে উল্টো দিক করে শুয়ে পড়েছেন তিনি। মহিষের লেজের দিকে তরুণের মুখ রয়েছে। পা রেখেছেন মহিষটির গলার কাছে। সে ভাবে শুয়ে ‘পুশ-আপ’ করতে শুরু করে দিলেন তিনি।
মহিষটিও চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল। আশপাশে আরও অনেক মহিষ ছিল। সকলেই যেন নিজেদের দুনিয়ায় মশগুল। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে তরুণের কাণ্ড দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মহিষটি যদি এক বার তরুণকে ধাক্কা দিয়ে ফেলে দিত তা হলেই সব খেলা শেষ হয়ে যেত।’’