Leopard

বিপদে বন্ধু! চিতাবাঘ আর কুকুরের পরষ্পরকে আঁকড়ে বাঁচার লড়াই, ভাইরাল হল ভিডিয়ো

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ২০:২৯
Share:

ফাইল চিত্র।

দুর্বলের উপর সবলের অত্য়াচার জঙ্গলের নীতি। সেখানে পুরোটাই চলে খাদ্য-খাদক সম্পর্কে। এতে আবেগের বালাই নেই। কিন্তু সাম্প্রতিক একটি ভিডিয়োয় দেখা গেল সেই নীতি বদলে গিয়েছে। বিপদে পড়া দুই প্রাণী পরষ্পরের সমকক্ষ না হয়েও বন্ধু হয়ে পরষ্পরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করছে।

Advertisement

টুইটারে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি চিতাবাঘ এবং একটি কুকুরকে। একটি জলাজমিতে আটকে পড়েছে দু’জনেই কিন্তু সেখানে একে অপরকে আক্রমণের বদলে পরষ্পরকে সাহায্য করছে তারা। কুকুরটি প্রায় চিতাবাঘটির কাঁধেই উঠে পড়েছে। চিতাটি তার পরেও স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এক জায়গায়। কারণ দু’জনেই জানে একটু নড়া চড়া করলে তা দু’জনেরই প্রাণ সংশয় করতে পারে।

ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছেন আইএফএস অফিসার সুরেন্দ্র মেহরা। তিনি লিখছেন, ‘‘এ হল প্রকৃতির টিকে থাকার চেষ্টা।’’ একই সঙ্গে নেটাগরিকদের আশ্বস্ত করে সুরেন্দ্র জানিয়েছেন, দু’টি প্রাণীকেই এর পর উদ্ধার করা হয়েছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement