Indian Snack

তিনকোনা নয়, চৌকো শিঙাড়া খাওয়া হয় ভারতের একটি রাজ্যে! সে রাজ্যের এক বিখ্যাত মানুষকে সবাই চিনি

মূলত পনীর, ভুট্টার দানা, ক্যাপসিকাম, মেয়োনিজ দিয়ে তৈরি এই শিঙাড়ার পুর। সঙ্গে রয়েছে বিশেষ মশলা। তবে শিঙাড়া বানানোর পদ্ধিতিটি দেখার মতো। চেখে দেখবেন নাকি!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৪ ২০:২০
Share:

ছবি : ইনস্টাগ্রাম।

যার শিং আছে, তা-ই শিঙাড়া। কিন্তু এই শিঙাড়া আপনার চিরপরিচিত এক শৃঙ্গ আর তিন কোনা নয়। এই শিঙাড়া চার কোনা। ‘নিপাট ভালমানুষের’ মত দেখতে। ভারতেরই একটি রাজ্যে এই ধরনের চৌকো শিঙাড়া খাওয়ার চল আছে। বলতে পারবেন সেই রাজ্যের নাম কী?

Advertisement

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে এমনই মুচমুচে চৌকো শিঙাড়া বানানোর রেসিপি। তাতে দেখা যাচ্ছে, এই শিঙাড়ার পুরও সাধারণ শিঙাড়ার মতো নয়। লালু বলেছিলেন, ‘যতদিন শিঙাড়ায় আলু থাকবে, ততদিন বিহারে লালু থাকবে।’ এতটাই আত্মবিশ্বাসী ছিলেন লালু শিঙাড়ার আলুর পুর নিয়ে! অথচ এই শিঙাড়ায় আলুর নাম গন্ধ নেই। কেটো ডায়েটে থাকলেও এই শিঙাড়া সাঁটিয়ে খাওয়া যাবে।

মূলত পনীর, ভুট্টার দানা, ক্যাপসিকাম, মেয়োনিজ দিয়ে তৈরি এই শিঙাড়ার পুর। সঙ্গে রয়েছে বিশেষ মশলা। তবে শিঙাড়া বানানোর পদ্ধিতিটি দেখার মতো।

Advertisement

ইনস্টাগ্রামে ভিডিয়োর ক্যাপশনে দেওয়া আছে কোন রাজ্যে এই ধরনের শিঙাড়া খাওয়ার চল আছে। লেখা আছে, খাস আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে খাওয়া হয় এই শিঙাড়া। আপনিও চেখে দেখবেন নাকি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement